পুয়াবাগান সর্বজনীনের এবারের মন্ডপের থিম "গহীন অরণ্যে মৌ- রাজ্য"।

Update: 2018-10-07 10:34 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার পুয়াবাগান সর্বজনীনের পুজোর থিমে থাকছে অভিনবত্ব!

এই মন্ডপে প্রবেশ করতে হলে আগেই কানে দুই হাত আপনাকে চাপা দিতেই হবে! নইলে, কানে তালাও লাগতে পারে!

লক্ষ,লক্ষ,মৌ মাছির গুঞ্জন ভেদ করে, তবেই আপনি মুল মন্ডপে পৌঁছতে পারবেন। আর প্রবেশ দ্বারে থাকবে অতিকায় একটি সূর্য মুখী ফুল। তার, ভেতর দিয়ে মন্ডপে ঢুকলেই চোখের সমনে ভেসে উঠবে গহীন অরণ্য। গাছে,গাছে, মৌ- মৌচাকে মৌ মাছিদের আনা গোনা। আর, বনের অন্যন্য জীব জন্তুদের উপস্থিতিও টের পাবেন। আর অনুভব করতে পারবেন গহীন অরণ্যের পরিবেশের রূপ।

য়াবাগান সর্বজনীন তাদের ২৬ তম বর্ষে থিম হিসেবে বেছে নিয়েছে "গহীন অরণ্যে মৌ রাজ্য"। মূলত, মৌ মাছি সহ অন্যান্য বন্য প্রাণীদের সাথে, মানুষের মেল বন্ধনের মধ্যদিয়ে, অরণ্য বাঁচিয়ে, সেভ গ্রীণ,সেভ ড্রীম স্লোগানের বাস্তব প্রতিফলন, আজ, গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে কতটা জরুরী হয়ে পড়েছে, সেই বার্তাই পৌঁছা দিতে চান পুজোর উদ্যোক্তারা।

পূর্ব মেদিনীপুর থেকে শিল্পীরা এসে প্রায় মাস দেড়েক সময় যায়ে কৃত্রিম ভাবে গহীন অরণ্যে মৌরাজ্য বনিয়ে ফেলেছেন। এখন চলছে চুড়ান্ত রূপ দেওয়ার জোর প্রস্তুতি।

#দেখুন ভিডিও।

[embed]Full View

Similar News