"দয়া"- র দাপট থেকে নিস্তার পেলেও, জেলায় চলবে বৃষ্টির দাদাগিরি !

Update: 2018-09-21 12:57 GMT

আগাম আবহাওয়া : ঘূর্ণিঝড়ের "দয়া"-র প্রকোপের কোন প্রভাব শেষ পর্যন্ত আমাদের জেলায় না পড়ায় স্বস্তির নিশ্বাস ফেললেন বাঁকুড়া বাসী।

মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে জেলায় ভারী বৃষ্টিপাত চললেও ঘূর্ণিঝড়ের কোনো প্রকোপ আর পড়ছেনা।

এমনটাই, জানাল হাওয়া অফিস। তবে শুধু আজই নয়! আগামী কালও বৃষ্টির দাপাদাপি চলবে এমনটাও শুনিয়ে রাখল আবহাওয়া দপ্তর।

রাজ্যের উপকূলবর্তী জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারী হলেও বাঁকুড়ায় কোন ভয়ের কারণ নেই বলে

জেলার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।

এদিন অবশ্য খেপে,খেপে আকাশের মুখ ভার হয়েছে। অল্প,বিস্তর বৃষ্টিও হয়েছে জেলায়। আবহাওয়া অনেকখানি ঠান্ডা হয়েছে। শনিবারও একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ অবধি রবিবার পর্যন্ত আকাশের এমন মুখ ভার থাকার আশঙ্কায় পুজোর বাজারে জেলার ব্যবসায়ীদেরও মুখ ভার। তবে, বৃষ্টিকে উপেক্ষা করেও কিছু মানুষ আজ বাজারমুখী হলেও টানা তিন দিনের সরকারী ছুটির ত্রয়ী চক্রে শেষে নিম্নচাপের দানব হানায় বাজারে বেচা কেনা এক ধাক্কায় নিম্নমুখী তা বলাই বাহুল্য।

Similar News