জেলায় আমফানের প্রভাব কতখানি পড়বে? ঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে? আগাম জেনে নিন। সতর্ক থাকুন।

Update: 2020-05-19 09:56 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বুধবারই আছড়ে পড়বে আমফান! রাজ্যের উপকুল এলাকার পাশাপাশি দক্ষিণ বঙ্গের জেলা গুলিও এর প্রভাব এড়াতে পারবে না। তবে উপকুল এলাকা থেকে এখানে আমফানের শক্তি খানিক কম হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে। আমফান রাজ্যের যত কাছাকাছি চলে আসবে ততই তার চোখ রাঙ্গানি শুরু হয়ে যাবে। আজ রাত থেকেই বাঁকুড়াতে আমফানের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বুধবার আমফান আছড়ে পড়া মাত্রই বাঁকুড়া জুড়েও ঝড়ের তান্ডব চলবে। দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যেতে তা প্রবল আকার নিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাঁকুড়ায় আমফানের জেরে ঘন্টায় ৫৫ - থেকে ৭৫ কিমি বেগে ঝড় বইবে। বাঁকুড়ায় এই মাত্রা কিছুটা কম হলেও রাজ্যের উপকুলবর্তী এলাকায় এর গতিবেগ হবে ১৬৫ থেকে ১৭৫ কিমি প্রতি ঘন্টায়। এমনকি তা ১৮০ কিমিতেও পোঁছে যেতে পারে। সেক্ষেত্রে বাঁকুড়াতেও ঝড়ের গতিবেগ চরম মূহুর্তে ঘন্টায় ৭৮ কিমির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। জেলায় ঝড়ে গতিবেগের সামান্য হেরফের হলেও জেলাতে ঝড়ের তান্ডবে গাছপালা,কাঁচা বাড়ী ভেঙ্গে পড়ার আশঙ্কা যেমন রয়েছে তেমনি জমির ফসল,বোরো ধান ও শাক,সবজির ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি উপড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যহত হতে পারে। তাই, আগে থেকে মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, ইনভার্টারের ব্যাট্যরি চার্জ দিয়ে নিন।বাড়ীর এমারজেন্সি লাইট চার্জ দিয়ে রাখুন। প্রয়োজনে মোমবাতি মজুত রাখুন ঘরে। লম্বা গাছ পালা, যা ভেঙ্গে পড়তে পাড়ে এমন মনে হলে, সতর্কতা অবলম্বন করুন। কাঁচা বাড়ীর চাল বা দেওয়াল নড়বড়ে থাকলে তা থেকে সাবধানে থাকুন। আর ঝড়ের তান্ডব থেকে বাঁচতে আগাম পাকা বাড়ী বা গ্রামের পাকা কমিউনিটি হল বা,স্কুল ঘরে বিকল্প থাকার ব্যবস্থা করুন। সাহয্যের জন্য স্থানীয় পঞ্চায়েত,পুরসভা বা ব্লক অফিসে কিংবা জন প্রতিনিধির দ্বারস্থ হতে পারেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News