অবসরের টাকায় বিশ্ব সাক্ষরতা দিবসে, প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ডিজিট্যাল ক্লাস রুম উপহার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের।

Update: 2018-09-08 13:52 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: বিশ্ব সাক্ষরতা দিবসে, অবসর কালীন প্রাপ্য টাকা দিয়ে পড়ুয়াদের জন্য, ডিজিটাল ক্লাস রুম- উপহার দিয়ে নজীর গড়লেন সিমলাপালের হেত্যাগাড়া প্রাথমিক স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সনৎ কুমার দাস।

তার, এই প্রয়াসের ফলে জঙ্গল মহলে এই প্রথম কোন প্রাথমিক বিদ্যালয়ে ই -লার্নিং সিস্টেম তথা ডিজট্যাল ক্লাস রুম পরিসেবা চালু হল।

আজ, এই পরিসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিমলাপালের বিডিও রবীন্দ্রনাথ অধিকারী।

গত ৩৭ বছর ধরে শিক্ষকতা করার পর মাস দুই আগে অবসর গ্রহণ করেন সনৎ বাবু। ছোট,ছোটো ছাত্রদের মধ্যে মোবাইল নিয়ে আগ্রহ,নিমেশে নেট ঘেটে তথ্য জানার কৌশল রপ্তকরা দেখে সনৎ বাবুর মনে, তার পড়ুয়াদেরও ডিজিট্যাল লার্নিং এর সুযোগ করে দেবার ইচ্ছে জাগে। [playlist data-type="video" ids="777"][video data-width="592" data-height="320" mp4="http://bankura24x7.com/wp-content/uploads/2018/09/YouCut_20180908_181954619.mp4"][/video]

অবশেষে, অবসরকালীন প্রাপ্য টাকা থেকে তার স্কুলের জন্য এই লার্নিং সিস্টেম দান করলেন।

এর ফলে, পড়ুয়া থেকে অবিভাবক এমন কী স্কুলের শিক্ষকরাও খুশী। তার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন বিডিও রবীন্দ্রনাথ বাবুও।

এমন পড়ুয়া দরদী আধুনিক মনষ্ক এই শিক্ষক মহাশকে আজ বিশ্ব সাক্ষরতা দিবসে আমাদের পক্ষ থেকেও রইল বিনম্র শ্রদ্ধা।[video data-width="592" data-height="320" mp4="http://bankura24x7.com/wp-content/uploads/2018/09/YouCut_20180908_180508914-1.mp4"]

Similar News