বিষ্ণুপুরের পুরাতত্ত্ব ও ভাস্কর্যের ইতিহাসকে পড়ুয়াদের সামনে তুলে ধরতে আলোচনা সভা ও প্রদর্শনী।

Update: 2019-09-12 02:26 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্কুল ছাত্র,ছাত্রীদের মধ্যে মল্লভূম বিষ্ণুপুরের পুরাতত্ব ও ভাস্কর্যের ইতিহাস এবং ঐতিহ্য কে তুলে ধরতে স্থানীয় যদুভট্ট মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের আলোচনা সভা,তথ্যচিত্র ও চিত্র প্রদর্শনী। বিষ্ণুপুর মহকুমার বিভিন্ন স্কুল গুলি থেকে প্রায় ৭০০ পড়ুয়া এই অনুষ্ঠানে যোগ দেয়। তাদের সামনে বিশিষ্ট জনেরা সহজ,সরল ভাষায় পুরাতাত্ত্বিক আলোচনার মাধ্যমে বিষয় গুলি তুলে ধরেন। আলোচকদের মধ্যে সাংবাদিক ও পুরাতাত্ত্বিক লেখক ও প্রবন্ধিক সুকুমার বন্দ্যোপাধ্যায় সবার নজর কাড়েন। এদিনের এই অনুষ্ঠানে রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা,সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী শ্যামল সাঁতারা বলেন নুতন প্রজন্মের কাছে বিষ্ণুপুরের পুরাতাত্ত্বিক নিদর্শন ও ভাস্কর্যের ইতিহাসকে তুলে ধরতেই এই প্রয়াস।এবং এতে পড়ুয়াদের মধ্যে ভালো সাড়া মেলায় আমরা অভিভূত।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/chameleon-recorded-at-simlapal/img-20190820-wa0000_240x330_480x660_768x1056_1024x1408_1200x1650/" rel="attachment wp-att-6203">

Similar News