এবার মশাবাহিত রোগ ঠেকাতে, কন্যাশ্রীর কন্যাদের সাথে, পথে হাঁটলেন জেলাশাসক।

Update: 2018-09-18 13:02 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ডেঙ্গু, ম্যালেরিয়া, সহ পতঙ্গ বাহিত রোগ ঠেকাতে ফের পথে নামলেন জেলাশাসক ডাঃ উমা শঙ্কর এস। এবার কন্যাশ্রীর কন্যা বাহিনীর সাথে শহরে পতঙ্গ বাহিত রোগ ঠেকাতে সচেতনতা গড়তে বস্তিতে মিছিল করলেন।

শহরের ১২ নাম্বার ওয়ার্ডের ঈদগা মহল্লায় চষে বেড়াল পুরো বাহিনী। জেলাশাসকের সাথে পা মেলালেন পুর প্রধান মহা প্রসাদ সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিকরাও। ছিলেন লোক শিল্পীরাও।

জেলা জুড়ে ডেঙ্গু,ম্যালেরিয়া রোধে জেলাশাসক ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছেন। শহরে জনা তিন পুরবাসীকে বাড়ীতে জল জমে মশার আঁতুড় ঘর বানিয়ে ফেলায় জরিমানাও গুনতে হয়েছে। প্রশাসনের তরফে দীর্ঘদিন সংস্কার না হওয়া পুকুর ও জলাশয়ের মালিকদেরও কড়া নোটিশ দেওয়া হয়েছে। তারা সংস্কারের ব্যবস্থা না করলে আইনানুগ পদক্ষেপও করবে প্রশাসন।

জেলায় নুতন জেলাশাসক হিসেবে যোগদানের পরে পরেই মশাবসহিত রোগ ঠেকাতে উঠে পড়ে লাগেন জেলাশাসক। এর আগে সাইকেলে চড়ে বস্তিতে,বস্তিতে হানাও দেন তিনি।

#দেখুন ভিডিও:

[playlist data-type="video" ids="1021"]

Similar News