একরাতে শহরে পুড়ল ৩টি গাড়ী,একটি চায়ের দোকান ও গুমটি ভস্মীভূত,শহর জুড়ে "ফায়ার ম্যান আতঙ্ক!
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহর জুড়ে এবার ছড়াল "ফায়ার ম্যান"– আতঙ্ক! এক রাতে রহস্যজনক ভাবে আগুনে পুড়ল তিনটি মোটর গাড়ী এবং একটি পান গুমটি ও চায়ের দোকান। ভোর রাতে টের পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিভলেও, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সবকটি ঘটনায় ঘটেছে শহরের প্রতাপবাগান ও তার লাগোয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পেশায় অধ্যাপক সুজিত কুমার দত্তের মারুতি ওয়াগানার গাড়ীটি পুরো পুড়ে যায়। তিনি ভাড়া বাড়ীতে প্রতাপবাগানে থাকেন।কেন এমন কান্ড ঘটেগেল তা বুঝে উঠতে পারছেন না তিনি। অন্যদিকে, হীড়বাঁধ থানায় কর্মরত এক পুলিশ কর্মী রঞ্জিত চট্টোপাধ্যায় প্রতাপবাগানে কালীমেলা স্কুলের কাছে তার ভাড়া বাড়ীর সামনে রাস্তার পাশে তার মারুতি ৮০০ গাড়ীটি রেখে ছিলেন। তাতেও আগুন লাগে।
#দেখুন 🎦ভিডিও।👇[embed]