ভোটের দিন ভিলেন "দাবদাহ"! মোকাবিলায় তৈরি প্রশাসন, জানালেন জেলাশাসক।

Update: 2019-05-11 09:15 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় আগামীকাল ভোটের দিন প্রার্থী থেকে ভোটার এবং পুলিশ ও প্রশাসনের সবার কাছেই মুল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে "দাবদাহ"! শুক্রবার রাজ্যে সবথেকে বেশী তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি ছিল বাঁকুড়ায়। আজ ও আগামী কাল ভোটের দিনও তাপমাত্রা ৪৩ডিগ্রির আসেপাশেই থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আজ ভোট কর্মীরা জেলার বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম নিয়ে ভোট কেন্দ্রে রওনা দিতে গিয়েই গরমে কাহিল হয়ে পড়েছেন।কাল একই আবহাওয়া থাকবে বলে ভোটের দিনও গরমে অতিষ্ঠ হওয়ার সম্ভাবনা ষোলোআনা। যদিও জেলাশাসক উমা শঙ্কর এস জানিয়েছেন, গরমের মোকাবিলার জন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে প্রতি বুথে। পানীয় জল,ও,আর,এস মজুত থাকবে। থাকছে হিট ম্যানেজমেন্টের জন্য মেডিকেল টীমও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/storm-effect-at-mukutmonipur/aug-20-1/" rel="attachment wp-att-4286">

Similar News