শালতোড়ায় ফের উদ্ধার প্রচুর বিস্ফোরক, কোতুলপুরে ব্যাগ ভর্তি বোমা সহ ধৃত ১।

Update: 2019-03-20 10:56 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের বিস্ফোরক উদ্ধার হল জেলায়। ভোটের জন্য বিশেষ নাকা চেকিং চলাকালীন শালতোড়া থানার মুরলুতে ২৮টি বস্তায় ভরা জিলেটিন স্টিক উদ্ধার করল পুলিশ। পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, উদ্ধার হওয়া জিলেটিন স্টিক গুলির ওজন প্রায় ১.১২৭ কেজি।

আন্ত:জেলা নাকা চেকিং চলাকালীন পুলিশ কর্মীরা লক্ষ্য করেন দুই ব্যক্তি থলে করে কিছু জিনিস বয়ে নিয়ে যাচ্ছে,এবং নাকা চেকিং এড়াতে ওই দুজন অন্য রুট বদলে পালানোর চেষ্টা করছে। পুলিশের সন্দেহ হওয়াই তাদের পিছু ধাওয়া করলে তারা জিলেটিন স্টিক সহ ২৮টি বস্তা ফেলে চম্পট দেয়। পুলিশ বস্তা গুলো থেকে বেশ কিছু জিলেটিন স্টিক উদ্ধার করে।
অন্যদিকে, নাকা চেকিং চলাকালীন কোতুলপুরের আকুরগেড়িয়ায় একটি যাত্রীবাহী বেসরকারি বাস থেকে দশটি দেশী সুতলি বোমা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কোতুলপুর থানার পুলিশ। ধৃতের নাম ঘনশ্যাম চক্রবর্ত্তী। বাড়ি বিষ্ণুপুরের বোলতলায় বলে পুলিশ জানিয়েছে। দুটি মঙ্গলবার রাতের ঘটনা।

#দেখুন🎦 ভিডিও 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Similar News