রাজ্যে ক্ষুদে ফুটবল প্রতিভা চিহ্ণিত করতে প্রাথমিক স্কুল ফুটবল লীগ চালুর পক্ষে সওয়াল মেহতাবের।

Update: 2019-12-10 14:04 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের ফুটবলের মান উন্নয়নের জন্য ক্ষুদে প্রতিভাদের চিহ্ণিত করতে এবার রাজ্য জুড়ে প্রাথমিক স্কুল লীগ চালু করার পক্ষে সওয়াল করলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। আজ বাঁকুড়া স্টেডিয়ামে জেলা প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এই কথা জানান তিনি। তার সাফ কথা স্কুল স্তর থেকে ফুটবল চর্চা শুরু হলে আগামীতে ফুটবলার তৈরির কাজটা আরও সহজ হবে। মেহতাব হোসেন জানান, বাঁকুড়া থেকে অনেক ফুটবলার এখন প্রিমিয়ার লিগে খেলে। এখানে অনেক প্রতিভা আছে। তাদের তুলে ধরতে স্থানীয় প্রশাসন, মন্ত্রী,বিধায়কদেরও এগিয়ে আসতে হবে। তার আশা,এক সময় আমাদের দেশও বিশ্বকাপে খেলবে। তার জন্য ফুটবলে আরও উন্নতি করতে হবে। ৬০ এর দশকে জাপান কে আমরা হারাতাম। সেই জাপান অনেক আগিয়ে গেছে। আসলে ফুটবলার তৈরির জন্য স্পনসর্ডও দরকার। তবে আই,এস,এল চালুর পর থেকে আমাদের ফুটবল খেলায় অনেকখানি গতি এসেছে। ফুটবল খেলার প্রতি মানুষের ঝোঁকও বাড়ছে। বাড়ছে দর্শকও। তাই এবার রাজ্যের পাশাপাশি দেশের ফুটবলে মান উন্নয়নে নার্শারি লীগ ও ক্যাম্পের গ্রামীণ স্তরে যেমন প্রয়োজনীয়তা রয়েছে তেমনি প্রাথমিক স্কুল স্তরেও এটা চালু করা উচিত। প্রসঙ্গত,হাই স্কুল স্তরে সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা থেকেএখন অনেক প্রতিভা উঠে আসে। এবার সেই ধাঁচে প্রথমিক স্কুল লীগ চালুর প্রস্তাব দিলেন মেহতাব হোসেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/after-the-attack-the-visiting-super-specialty-block-and-inspected-the-security-the-bsmch-principal-said/img-20191201-wa0021/" rel="attachment wp-att-7296">

Similar News