#পূজো পরিক্রমা : রবীন্দ্র সরণি সার্বজনীন। এবছরের থিম বৈচিত্র্যের মধ্যে ঐক্য।

Update: 2018-10-17 04:42 GMT

#বাঁকুড়া২৪X৭পূজো পরিক্রমা-২০১৮ :-

রবীন্দ্র সরণি সার্বজনীন : নানা ভাষা,নানা মত,নানা পরিধান- বিবিধের মাঝে দেখ মিলনও মহান - "বৈচিত্র্যের মধ্যে ঐক্য " - এবারের থিম বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণি সার্বজনীনের পূজোয়।

মন্দির,মসজিদ গির্জার সহাবস্থান থেকে নানা ধর্মের মানুষের একসাথে কর্মসূত্রে জীবন যাপন। রাজপথে লরির চালকদের এক জাতির সাথে আর এক জাতির মেলবন্ধন।

ভারত মাতার বিশাল মূর্তি এবং মন্ডপের প্রবেশ দ্বারে 'ইন্ডিয়া গেট '-স্থাপন করে, আমাদের দেশের ঐক্যের বাতাবরণ ফুটিয়ে তোলা হয়েছে।

মন্ডপের অন্দর সজ্জায় বিভিন্ন রাজ্যের শিল্প,সংস্কৃতি তুলে ধরে বৈচিত্রের সাথে ঐক্যের সমন্বয় ঘটিয়েছেন মন্ডপ শিল্পীরা।

আর, রয়েছে সাবেকী দেবী প্রতিমা এবং বহারী আলোক সজ্জা।

#দেখুন ভিডিও।

[embed]Full View

Similar News