এবছর জেলাতেও সরকারী বাসে চড়ে, কম খরচে, পূজো দেখার সুযোগ করে দিচ্ছে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

Update: 2018-10-09 13:27 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কলকাতার আদলে এবার পূজো পরিক্রমা পরিসষেবা জেলাতেও চালু করল দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। ফলে, এবছর বাঁকুড়া বাসীরাও কম ভাড়ায় জেলার বিষ্ণুপুর সহ বিভিন্ন নামকরা পুজো মন্ডপ ঘুরে দেখতে পাবেন সহজেই।

এর জন্য, সংস্থার বুকিং অফিসে আগে থেকে টিকিট কেটে নিতে হবে। জেলার নজর কাড়া পূজো মন্ডপ গুলিতে পরিক্রমার জন্য বাস পরিষেবা মিলবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত।

বাসে চড়ে পূজো মন্ডপে ঘোরানের পাশাপাশি, দর্শনার্থীদের পানীয় জল ও টিফিন,এমন কি প্রয়োজনে লাঞ্চ প্যাকেটেরও ব্যবস্থা রাখবে পরিবহন সংস্থাটি।

আজ সংস্থার পুজো পরিক্রমার তথ্য সম্বলিত একটি পুস্তিকার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে, জেলার এই পূজো পরিক্রমা পরিষেবার কথা ঘোষনা করেন সংস্থার মহানির্দেশক গোদালা কিরণ কুমার।

এদিন, এই পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ মুনমুন সেন।

এই প্রথম, জেলাতে কম খরচে পূজো পরিক্রমার পরিষেবা চালু করল এসবিএসটিসি।

সংস্থার, আশা কলকাতার মতো জেলাতেও তাদের এই পরিষেবা জনপ্রিয় হবে। এর ফলে, ভালো টাকা আয় করবে সংস্থা। বিস্তারিত জানতে, সংস্থার বাঁকুড়ার ডিপোর অনুসন্ধান কাউন্টারে যোগাযোগ করতে হবে।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News