ভার্চুয়াল গেমের প্রতি পড়ুয়াদের নেশা কাটাতে ব্যাট, বল নিয়ে মাঠে নামলেন স্কুল শিক্ষকরা।

Update: 2020-01-14 15:15 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,ওন্দা) : ভার্চুয়াল জগতের খেলার নেশায় বুঁদ এই প্রজন্মের ছেলেরা।শৈশব বা কৈশোরের গন্ডি এখন বন্দি মোবাইল, ট্যাব, সহ নানা ইলেকট্রনিকস গেজেটে! ফলে মাঠে গিয়ে খেলার প্রতি দিন,দিন আগ্রহ হারাচ্ছে এই প্রজন্ম! তাই এই সব ছেলেদের খেলার মাঠে টেনে আনতে এবার ব্যাট হাতে মাঠে নামলেন স্কুলের শিক্ষকরা। আর স্যারদের ব্যাট,বলের লড়াইয়ে সামিল হওয়ার মুহূর্তের সাক্ষী হতে মাঠে খেলতে থেকে খেলার দর্শক হয়ে খেলা উপভোগ করতে ইলেকট্রনিকস গেজেটে ছেড়ে মাঠে ভীড় জমালেন রতনপুরের ছোটকূর্পা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। এখানকার, স্বর্গীয় অয়ন মজুমদার স্মৃতি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় ছোটকূর্পা উচ্চ বিদ্যালয় একাদশের হয়ে খেলায় অংশ নেন শিক্ষকরা। যদিও রতনপুর সরস্বতী ক্লাবের কাছে ১০৩ রানে পরাজিত হয়। সরস্বতী ক্লাব ১৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ছোটকূর্পা স্কুল ৬উইকেট হারিয়ে ৭৯ রানেই ইনিংস শেষ করে। তবে হার জিতের থেকে স্কুল শিক্ষকদের এই খেলায় আংশ নিয়ে নুতন প্রজন্মের ছেলেদের খেলার মাঠে টেনে আনার যে প্রচেষ্টা তা অবশ্যই কূর্নিশ জোগ্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/onda-spl-political-story/img_20191213_180049_1600x886/" rel="attachment wp-att-7427">

Similar News