স্কুলছুটদের স্কুলে ফেরাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন, জানালেন প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

Update: 2019-09-09 02:17 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী,কোতুলপুর) : জেলায় স্কুল ছুটদের এবার স্কুলের আঙ্গিনায় আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। বিশ্ব সাক্ষরতা দিবসে এমনটাই জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। তিনি রবিবার কোতুলপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের বলেন, জেলায় এখনও অল্প হলেও স্কুলছুট রয়ে গেছে। তাদের কি করে স্কুলের আঙ্গিনায় এনে শিক্ষিত করে তোলা যায় তার ওপর আমরা জোর দিচ্ছি। এ জন্য সংশ্লিষ্ট সরকারী দপ্তর এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে কাজে লাগিয়ে,এই স্কুলছুটদের স্কুলমুখী করে তোলা হবে। প্রসঙ্গত, জেলায় এখনও বেশ কিছু শিশু স্কুলের আওতার বাইরে রয়েছে। আবার অনেকে কিছু ক্লাস পড়ার পর মাঝপথেই স্কুল ছেড়ে বিভিন্ন কাজে যোগ দিয়েছে। ফলে জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে। এই চিত্রটা বদলাতেই কোমর বেঁধে ময়দানে নামছে জেলা প্রশাসন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/five-demanded-the-deputation-of-the-vrp-organization-to-dm/img-20190819-wa0061/" rel="attachment wp-att-6186">

Similar News