বাউল,ঝুমুরের থিম সঙে ভোট দানে উৎসাহিত করতে মেগা প্রচারে জেলা নির্বাচন দপ্তর।

Update: 2019-04-17 04:19 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার লোকগান কে হাতিয়ার করে মানুষ কে ভোটদানে উৎসাহিত করতে আভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন। ঝুমুর ও বাউল গান দিয়ে বানানো হল দুটি থিম সঙ। এই থিম সঙ বাজিয়ে সুসজ্জিত ট্যাবলো করে সারা জেলার ১০০টি জায়গায় ভোট দানে উৎসাহিত করতে প্রচারে কোমর বেঁধে নেমে পড়ল জেলা নির্বাচন দপ্তর।

তিনটি ট্যাবলোর আনুষ্ঠানিক যাত্রার সুচনা করে জেলাশাসক ডাঃ উমা শঙ্কর এস বলেন জেলার বিষ্ণুপুর,শালতোড়া,বাঁকুড়া সহ বিভিন্ন এলাকায় ভোট দানের হার জেলার গড় হারের থেকে কিছুটা কম রয়েছে। এই রকম ১০০টি এলাকা চিহ্ণিত করে আমরা সেখানকার মানুষ জনকে ভোট দানে উৎসাহিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আশা করা যায় এর ফলে এই এলাকা গুলোতে ভোট দানের হার বাড়বে।

#দেখুন🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Similar News