ওন্দা কোভিড হাসপাতালের ব্যবহৃত কিট, স্বাস্থ্য কর্মীদের পিপিপি ফেলার প্রতিবাদে বিক্ষোভ কারকডাঙ্গার বাসিন্দাদের।

Update: 2020-10-21 16:55 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওন্দা কোভিড হাসপাতাল থেকে রোগীদের ব্যবহৃত কিট, স্বাস্থ্য কর্মীদের পিপিপি ও হাসপাতালের বর্জ্য রাতের অন্ধকারে কারকডাঙ্গার লোকালয়ে পুঁতে ফেলা হচ্ছে। ফলে এলাকায় কোভিড ছড়ানোর আশঙ্কা বাড়ছে। এমন অভিযোগ তুলে স্থানীয় মানুষ প্রতিবাদে সামিল হলেন।

 তারা আজ রাজগ্রাম সেতুর ওপর চড়াও হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবী, পুলিশ প্রশাসনের মদতে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে এই এলাকায় এই সব কিট পুঁতে ফেলা হচ্ছে। তারা এর প্রতিবাদ করলেও কোন ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। ফলে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। এমনকি এই কিট পোঁতার কাজে ব্যবহৃত দুটি জেসিবিও আটকে রাখেন তারা।

 তাদের আরও দাবী যেখানে এসব পোঁতা হচ্ছে তার লাগোয়া পুকুরের জল দূষিত হচ্ছে। কিছু দুরেই সরকারি হেলিপ্যাড রয়েছে। র‍য়েছে বসত বাড়ীও কিন্তু তা স্বত্বেও এমন কাজ চলছে প্রশাসনিক মদতে তাই তারা চান অবিলম্বে এসব বন্ধ করা হোক। তা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকীও দিয়েছেন তারা।

এখন দেখার,স্থানীয়দের বিক্ষোভের পর কি ভুমিকা নেয় প্রশাসন। সেদিকেই তাকিয়ে আছে কারক ডাঙ্গার বাসিন্দারা।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News