আংশিক লকডাউন মানতে অনীহা শহরের ব্যবসায়ীদের, দোকান বন্ধে ট্রাফিক পুলিশের গান্ধীগিরি।

Update: 2021-05-06 15:53 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা জেলা সহ শহর জুড়ে বাড়ছে কোভিডের দাপট। তবুও কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে উদাসীন আম জনতা। এমনকি রাজ্য সরকারের আংশিক লকডাউন মানার ক্ষেত্রেও চরম অনীহা শহরের ব্যবসায়ীদের। এদিন সকালে ৭ টা থেকে ১০ টা পর্যন্ত দোকান খোলার সময়সীমাকে উপেক্ষা করে দিব্যি দোকান খুলে বেচা,কেনা চালাচ্ছিলেন দোকানদাররা।


 খবর পেয়েই ট্রাফিক পুলিশের আধিকারিকরা রাস্তায় নেমে পড়েন। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে রানীগঞ্জ মোড় পর্যন্ত যে সকল দোকান খোলা,ছিল তা বন্ধ করলেন। তবে কোন বল প্র‍য়োগ নয় অনুনয়- বিনয়ে দোকানদার ও ক্রেতাদের লকডাউন মানার গুরুত্ব বোঝালেন। আর পুলিশের এই গান্ধীগিরিতে খানিক লজ্জায় পড়ে একে একে দোকানদাররা

 তাদের দোকান বন্ধ করতে থাকেন। এদিকে সন্ধ্যের দিকে আকাশের মুখ ভার থাকায় অবশ্য বাজারে ভীড় প্রায় ছিলই না। সন্ধ্যে সাতটার পর তাই বাজারে কেনাকাটার হিড়িক নজরে পড়েনি। আজ ট্রাফিক পুলিশের গান্ধীগিরিতে খানিক কাজ হয়েছে ঠিকই। তবে আংশিক লকডাউন না মানলে পরবর্তী সময় পুলিশ যে কড়া শাসনকেই হাতিয়ার করে দীকানীদের বাগে আনবেন, তা বলাই বাহুল্য।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News