৩১ শে অক্টোবর'২৫ পর্যন্ত মা সারদা মার্বেল এন্ড স্যানিটেশনে মেগা শারদীয়া অফার!ছাড়ের সাথে উপহারের ছড়াছড়ি।

মাত্র ১৫ হাজার টাকার কেনাকাটা বা বুকিং করলেই মিলবে এই অফার। আর কেনাকাটা বা বুকিং এমাউন্ট বাড়লে সেই মতো থাকছে আকর্ষণীয় ফ্রি গিফটের প্রচুর সম্ভার। ফ্রিজ, স্মার্ট টিভি,গ্রীজার,রাইস কুকার সহ নানান উপহার।

Update: 2025-10-13 01:20 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আপনার স্বপের বাড়ি সাজাতে চলে আসুন মা সারদা মার্বেল এন্ড স্যানিটেশনে। আর ৩১ শে অক্টোবর পর্যন্ত আপনার পছন্দের নজরকাড়া   মার্বেল,গ্রানাইট,টাইলস বা স্ল্যাব কেনাকাটা কিংবা নামমাত্র এমাউন্ট দিয়ে বুকিং করলেই পেয়ে যাবেন বিনামূল্যে নানান উপহার৷ মাত্র ১৫ হাজার টাকার কেনাকাটা বা বুকিং করলেই মিলবে এই অফার। আর কেনাকাটা বা বুকিং এমাউন্ট বাড়লে সেই মতো থাকছে আকর্ষণীয় ফ্রি গিফটের প্রচুর সম্ভার। ফ্রিজ, স্মার্ট টিভি,গ্রীজার,রাইস কুকার সহ নানান উপহার। আর তার সাথে থাকছে ব্র‍্যান্ড এবং আইটেম অনুযায়ী ২০% পর্যন্ত ছাড়ের সুবিধা৷ নামী ব্রান্ড কাজারিয়া,জনসন, সেরার পাশাপাশি, লোকাল ব্রান্ডের ইকনমিক রেঞ্জেরও প্রচুর স্টক রয়েছে। সব সেগমেন্টেই চলছে এই মেগা শারদীয়া ধামাকা অফার। 

এর মধ্যে থেকে আপনি যে কোন একটি বাএকাধিক আইটেম কেনাকাটা বা বুকিং করলেই পেয়ে যাবেন এই শারদীয়ার মেগা অফারে লাভ ওঠানোর সুযোগ। তাই আর দেরি না করে চলে আসুন এই অভিজাত বিপণিতে।বাঁকুড়া শহরের উপকন্ঠে ঠিক রাজগ্রাম ব্রীজ পেরিয়েই রাজগ্রাম- পুয়াবাগান মেইন রাস্তার ধারেই রয়েছে জেলার অভিজাত মার্বেল ও স্যানিটেশনের মেগা শোরুম মা সারদা মার্বেল ও স্যানিটেশন। এখানে,লেটেস্ট ফ্লোর টাইলস,বাথরুম টাইলস,বাথ টব,রেডি টু বিল্ড সিঁড়ির পাশাপাশি মডুলার কিচেন এবং রুমের ফ্লোর তৈরির টাইলল,গ্রানাইট,মার্বেল ও স্ল্যাবের বিশাল কালেকশন। যার থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের আর্টিকেল। সাথে থাকছে হোম ডেলিভারির সুবিধাও৷ আর পেয়ে যাবেন বিনামূল্যে এখানকার ফ্লোর এক্সপার্টদের পরামর্শও।

আরও জানতে,আপনি কল করে নিতে পারেন মা সারদা মার্বেলের কাস্টমার হেল্পলাইন : 7501776870 নাম্বারে। মনে রাখবেন এই মেগা শারদীয়া অফার চলবে ৩১শে অক্টবর পর্যন্ত। তাই আজই আসুন আর এই অফার উপভোগ করুন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News