মায়ের বাড়ি জয়রামবাটি পেল রেলগাড়ি,যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী,ট্রেনের টাইম টেবিল নিয়ে ক্ষোভ যাত্রীদের।

অল্পদিনের মধ্যেই যাত্রীদের চাহিদা মতো ট্রেন চলাচল এবং টাইম টেবিল আপডেট করার বিষয়টি অবশ্যই বিবেচনা করবে রেল কতৃপক্ষ। এমনটাই জানিয়েছেন পুর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। একই সাথে তিনি জানান খুব শীঘ্রই তারকেশ্বরের সাথে এই রেল পথ জুড়ে যাবে৷

Update: 2026-01-18 16:50 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মায়ের বাড়ির সাথে রেলগাড়ির যোগাযোগের সূচনা হল। রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুর থেকে সবুজ পতাকা নাড়িয়ে এই প্যাসেঞ্জার ট্রেনের শুভ সুচনা করেন। পাশাপাশি,জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেনও করেন এদিন। ফলে, এবার জয়রামবাটির সাথে কামারপুকুরের মতো তীর্থ স্থানে যাতায়াত আরও সুবিধাজনক হতে চলেছে।এদিন মায়ের বাড়ি অর্থাৎ সারদা দেবীর বাড়ি জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হল। এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে জয়রামবাটিতে মানুষের ভীড় উপচে পড়ে।অনেকেই এদিন এই ট্রেনে চড়ে বাঁকুড়াও আসেন৷আগামী কাল সোমবার থেকে নিয়মিত চলবে এই ট্রেন।এই ট্রেন চলাচলের পথে জয়রামবাটি ও বাঁকুড়া মধ্যবর্তী স্টপেজ গুলি হল বড়গোপীনাথপুর,ময়নাপুর,গোকুলনগর,জয়পুর,


 বিরসামুন্ডা, বিষ্ণুপুর, রামসাগর,ওন্দা,ভেদুয়াশোল। উল্লেখ্য আগেই বাঁকুড়া থেকে ময়নাপুর পর্যন্ত রেল যোগাযোগ ছিল। এ বার ময়নাপুরের সঙ্গে জুড়ে গেল জয়রামবাটি। পরবর্তীতে জুড়ে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভিটের গ্রাম কামারপুকুরও। এদিন এই রেলযাত্রার শুভ সূচনার দিনটিকে নিজের জীবনের সব চেয়ে খুশীর দিন হিসেবে আখ্যা দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।ট্রেনটি দিনে একবার করে বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে যাতায়াত করবে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঁকুড়া থেকে ছেড়ে রাত ৮ টায় পৌঁছবে জয়রামবাটি এবং রাত ৮টা ১০ মিনিটে জয়রামবাটি থেকে ছেড়ে রাত ১০টায় বাঁকুড়া স্টেশনে পৌঁছবে। ট্রেনের এই টাইম টেবিল নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

এই টাইমটেবিলে একদিনে মায়ের বাড়ি পাড়ি দিয়ে আর ফেরা যাবে না। আর যে সময় ছাড়ছে সেই সময় গিয়েও কোন লাভ হবে না। যাত্রীরা চাইছেন সকালের দিকে ট্রেন বাঁকুড়া থেকে ছাড়ুক এবং বিকেল বা সন্ধ্যের সময় জয়রামবাটি থেকে বাঁকুড়া ফিরুক। তাহলে একই দিনে যাতায়াত করা যাবে। তবে, এদিন সবে ট্রেনের যাত্রা শুরু হল। অল্পদিনের মধ্যেই যাত্রীদের চাহিদা মতো ট্রেন চলাচল এবং টাইম টেবিল আপডেট করার বিষয়টি অবশ্যই বিবেচনা করবে রেল কতৃপক্ষ। এমনটাই জানিয়েছেন পুর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। একই সাথে তিনি জানান খুব শীঘ্রই তারকেশ্বরের সাথে এই রেল পথ জুড়ে যাবে৷ জমিজট কাটিয়ে দ্রুতলয়ে কাজ চলছে।

 প্রসঙ্গত,মায়ের বাড়ি রেলগাড়ি পেলেও তার চলাচলের টাইম টেবিল নিয়ে ক্ষোভ সর্বত্র। এলাকার মানুষ এবং শহর বাঁকুড়ার বাসিন্দারাও চাইছেন এই টাইম টেবিল বদল করুক রেল।তার জন্য ত রেলমন্ত্রীর কাছে গণ চিঠিও পাঠাবেন তারা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News