সুজয় রং এর খুনীদের ফাঁসির দাবি সাংসদের,১৫ দিনের পার হলেই বড়ো পদক্ষেপ -সাংবাদিক বৈঠকে মিলল ইঙ্গিত।

এদিন তিনি সাংবাদিক বৈঠকে ঈঙ্গিত দেন, পনের দিন পার হলেই বড়ো পদক্ষেপ নেওয়া হবে! যদিও এই পদক্ষেপ কি হতে চলেছে তা তিনি খোলসা করেন নি। এখন দেখার এই ডেট লাইন পার হলে কি পদক্ষেপ নেওয়া হয়? তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নান গুঞ্জন শুরু হয়ে গেছে।

Update: 2026-01-31 17:46 GMT

বাঁকুড়া২৪x৭: সুজয় রং এর খুনীদের ফাঁসির দাবি সাংসদের,১৫ দিনের পার হলেই বড়ো পদক্ষেপ -সাংবাদিক বৈঠকে মিলল ইঙ্গিত ।শনিবার দুপুরে ইন্দাসের খটনগর গ্রামে যান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি গিয়ে মৃতের পরিবারকে সমবেদনা জানান,এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে এই খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিও তোলেন তিনি। এছাড়া ভোট পরবর্তী হিংসার জেরে মৃত্যুর ঘটনার ২০২১ সালের কেসের সিবিআই তদন্তের প্রসঙ্গ তুলে সরব হন সৌমিত্র বাবু। এদিন তিনি সাংবাদিক বৈঠকে ঈঙ্গিত দেন পনের দিন পার হলেই বড়ো পদক্ষেপ নেওয়া হবে! যদিও এই পদক্ষেপ কি হতে চলেছে তা তিনি খোলসা করেন নি। এখন দেখার এই ডেট লাইন পার হলে কি পদক্ষেপ নেওয়া হয়? তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নান গুঞ্জন শুরু হয়ে গেছে।

👁️‍🗨️দেখুন🎦।ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News