Live visuals : চ্যাঙদোলা করে পুলিশ ভ্যানে তোলা হল সাংসদ সৌমিত্র খাঁ কে,রাজ্যে ৩৫৫ ধারা লাগুর দাবি তুললেন সাংসদ।
পুলিশ ভ্যান থেকেই সৌমিত্র খাঁ বলেন, রাজ্যে আইনের শাসন শিকেই উঠেছে,পুলিশ দলদাসে পরিনত হয়েছে। রাজ্যে ৩৫৫ ধারা লাগু করার দাবিও তোলেন তিনি।
বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : সাংসদ সৌমিত্র খাঁকে চ্যাঙদোলা করে পুলিশ ভ্যানে তোলার ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়! ইন্দাসে সুজয় রং(৪৬) নামে এক ব্যক্তি খুন হন। মৃতকে বিজেপি কর্মী বলে দাবি করে,এই খুনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবী তুলে বাঁকুড়া শহরের চাঁদমারীডাঙ্গায় বাঁকুড়া এসপি অফিসের সামনে ধর্ণায় বসেছিলেন সাংসদ সৌমিত্র খাঁ।অবশেষে অবৈধ জমায়েতের অভিযোগ তুলে, পুলিশ সাংসদ সৌমিত্র খাঁ ও অন্যন্য বিজেপি কার্যকর্তা,কর্মীদের পুলিশ ভ্যানে তুলে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ ভ্যান থেকেই সৌমিত্র খাঁ বলেন, রাজ্যে আইনের শাসন শিকেই উঠেছে,পুলিশ দলদাসে পরিনত হয়েছে। রাজ্যে ৩৫৫ ধারা লাগু করার দাবিও তোলেন তিনি। পুলিশ বাঁকুড়া সদর থানায় সাংসদ সহ সকল কার্যকর্তা ও কর্মীদের আটকে রাখে।
বাঁকুড়া সদর থানার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে প্রায় চার ঘন্টা পর সাংসদ সৌমিত্র খাঁ সহ সকলে থানা থেকে বেরিয়ে আসেন৷ সাংসদকে মালা পরিয়ে বরন করে নেন বিজেপির কর্মী ও সমর্থক ও কার্যকর্তারা। শনিবার ইন্দাসে যাবেন সাংসদ তাও এদিন স্পষ্ট জানিয়েদেন তিন। এদিকে,পুলিশ সুত্রে জানা গেছে, ইন্দাস থানা এই খুনের ঘটনায় পিন্টু রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এবং পিন্টু রায় সক্রিয় ভাবে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না বলে জানিয়েছে পুলিশ৷
👁️🗨️দেখুন👇ভিডিও