ওন্দায় বিজেপি শক্তি প্রমুখ তাপস বারিকের বাড়িতে অগ্নিকান্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে থানায় দরবার তৃণমূলের,নাটক বলে কটাক্ষ বিজেপির।

এই ঘটনার তদন্ত চেয়ে ওন্দাতে প্রতিবাদ সভায় পুলিশকে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তদন্তের অগ্রগতি না হলে তিনি হাইকোর্টে মামলা করার হুমকিও দেন। এবার একই ঘটনায় তদন্ত চেয়ে সরব হল তৃণমূল। এখন দেখার এই ঘটনার প্রকৃত তদন্তে পুলিশ কোন তথ্য প্রকাশ্যে নিয়ে আসে?

Update: 2026-01-28 15:03 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : এখন রাজ্য রাজনীতিতে কার্যত পাখির চোখ ওন্দা। বিজেপি শক্তি প্রমুখ ও তার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তুলে,এই ঘটনার প্রতিবাদে ওন্দায় প্রতিবাদ মিছিল ও সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেলে ওন্দায় পালটা সভা করে তৃণমূল কংগ্রেস। এই সভায় মুল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। শুধু সভাই নয়, বিজেপির শক্তি প্রমুখ তাপস বারিকের বাড়িতে অগ্নিকান্ড তথা তাকে ও তার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে থানায় দরবার করলেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার সন্ধ্যায় ওন্দা থানায় তাপস বারিকের বাড়ির অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।

তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন,পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে তৃণমূল কংগ্রেস। এমনকি এই ঘটনা নিছক একটা সাধারণ অগ্নিকান্ড বলেও অভিমত দেন তিনি। যদিও,রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এই অগ্নিকান্ডের দায় সরাসরি বিজেপির ওপর চাপিয়েছেন। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে তৃণমূল কংগ্রেসের থানায় দরবারকে নাটক বলে পালটা কটাক্ষ করেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা৷ তিনি, বলেন আমরা যে অভিযোগ গত ছয় দিন আগে করেছি। সেই অভিযোগ এখন করে তৃণমূল সাধু সাজতে চাইছে। প্রসঙ্গত,গত শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দনপুর গ্রামে তাপস বারিকের বাড়ি যান।

 সেই দিনই ফরেসসিক টিম গ্রামে তদন্ত শুরু করে এবং ঘটনাস্থ থেকে নমুনা সংগ্রহ করে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কোন গ্রেপ্তারের খবর নেই। ঘটনার তদন্ত চেয়ে ওন্দাতে প্রতিবাদ সভায় পুলিশকে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তদন্তের অগ্রগতি না হলে তিনি হাইকোর্টে মামলা করার হুমকিও দেন। এবার একই ঘটনায় তদন্ত চেয়ে সরব হল তৃণমূল। এখন দেখার,  এই ঘটনার প্রকৃত তদন্তে পুলিশ কোন তথ্য প্রকাশ্যে নিয়ে আসে? সে দিকেই নজর জেলার রাজনৈতিক মহলের।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News