ফ্যাশন ভাইবে মাতোয়ারা বাঁকুড়া ফ্যাশন হাট, কেনাকাটা সারুন ২১ জানুয়ারি রাত ৯টার মধ্যে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে এই ফ্যাশন হাট, চলবে ২১শে জানুয়ারি পর্যন্ত। তাই দেরি না করে পরিবার ও বন্ধুদের সঙ্গে আজই চলে আসুন Hotel Debarshi তে।

Update: 2026-01-20 12:17 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার শপিং কালচারকে নfতুন উচ্চতায় তুলে ধরল বাঁকুড়া ফ্যাশন হাট – MEGA EXHIBITION। শহরের জনপ্রিয় Hotel Debarshi-তে শুরু হয়েছে তিন দিনের এই মেগা শপিং ফেস্ট, যেখানে এক ছাদের তলায় মিলছে ফ্যাশন, লাইফস্টাইল ও হস্তশিল্পের আকর্ষণীয় সম্ভার। এই ফ্যাশন হাটে থাকছে ট্রেন্ডি Boutique Wear, আধুনিক Home Decor, স্টাইলিশ Jewellery, নানান ডিজাইনের Handicraft ও আকর্ষণীয় Unique Gift Items। এবং প্রিমিয়াম পারফিউমের হরেক পসরা। কলকাতার পাশাপাশি,দেশের বিভিন্ন রাজ্যের বিক্রেতারা তাঁদের সেরা কালেকশন নিয়ে হাজির হয়েছেন শহরে। বিশেষ করে মহিলাদের নানান প্রাদেশিক শাড়ী,গহনা এবং লোকশিল্পের স্টল রয়েছে এখানে। আছে বাড়ির অন্দর সজ্জার প্রচুর ট্রেন্ডি আইটেম। 


শহর বাঁকুড়ার ক্রেতারা এই হাটে কেনাকাটা করে বেজায় খুশি। একেবারে Customer Friendly Price আর Latest Design এর Collection ক্রেতাদের মন ভরিয়ে দিচ্ছে। ফ্যাশনের পাশাপাশি গুণমান ও ট্রেন্ড— দুটোরই সুন্দর মেলবন্ধন দেখা যাচ্ছে এই প্রদর্শনীতে। ক্রেতাদের আকর্ষণ আরও বাড়াতে থাকছে Lucky Draw এর Surprise, যা শপিংয়ের আনন্দকে করছে দ্বিগুণ। আর হাতে গোনা কদিন পরেই সরস্বতী পুজো, তারপরেই রয়েছে Valentine’s Day। তার আগে নিজের লুক কিংবা আপনার বাড়ির অন্দরসজ্জায় নতুন চমক আনতে চাইলে এই মেগা প্রদর্শনী হতে পারে সেরা ঠিকানা। উৎসবের আগে ট্রেন্ডি আউটফিট থেকে শুরু করে ডেকর আইটেম— সবই মিলছে এক জায়গায়। তাও আবার বাজার থেকে অনেক কম দামে পেয়ে যাবেন।

রোজ  সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে এই ফ্যাশন হাট, চলবে ২১শে জানুয়ারি পর্যন্ত। তাই দেরি না করে পরিবার ও বন্ধুদের সঙ্গে আজই চলে আসুন Hotel Debarshi তে। এক কথায় বাঁকুড়া ফ্যাশন হাট - ফ্যাশন, ফান এবং শপিং এই তিনের মেলবন্ধন ঘটিয়েছে সফল ভাবে। তা এখানে এলে টের পাবেন আপনিও। তাই দেরি না করে চলে আসুন।আর উপভোগ করুন কেনাকাটায় নতুন আনন্দ।

👁দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News