শান্তিপুরের সাথে দুরত্ব কমল বাঁকুড়ার! বিষ্ণুপুরে খুলে গেল শান্তিপুরের মন্ডল শাড়ী কুঠিরের মেগা শোরুম, এখানে মাত্র ৫০ টাকা থেকে মিলছে শাড়ী।
শাড়ীর পাশাপাশি,মহিলাদের পোষাকের অন্যন্য সব আইটেম তো পাচ্ছেনই৷ থাকছে, পুরুষদের ট্রেন্ডি শার্ট,প্যান্ট,জিনসের আইটেম থেকে পাঞ্জাবীর বিপুল সম্ভার। আর আছে কিডস আইটেমের ছড়াছড়ি। তাও আবার বাজার থেকে অনেক কমদামে।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : শান্তিপুরের ষোলোআনা অথেনটিক শাড়ির সম্ভার নিয়ে বাঁকুড়ার মল্লভূম বিষ্ণুপুরে হাজির শান্তিপুরের মন্ডল শাড়ী কুঠির। বিষ্ণুপুরের ময়রাপুকুরে এপেক্স হসপিটালের সামনেই রয়েছে এই বিশাল শাড়ীর শোরুম। এখানে খুচরো ক্রেতাদের জন্য যেমন অফার থাকছে, তেমনি যারা এখান থেকে হোলসেল রেটে শাড়ী কিনে, নিজেরা ব্যবসা করতে চান,তারা শান্তিপুরের দামেই বিষ্ণুপুরে, সব রেঞ্জের শাড়ী এবং অন্যন্য পোষাক পেয়ে যাবেন। মাত্র ২০০০ হাজার টাকা বিনিয়োগ করে আপনি নিজের ব্যবসা করতে পারবেন৷ থাকছে, ইএমআইয়ে ব্যবসা করার সুবিধাও। আছে, অবিক্রীত শাড়ীএক্সচেঞ্জের সুবিধাও। আর যারা, স্টার্টআপ ব্যবসায়ী হিসেবে পুজোর আগে পথ চলা শুরু করতে চান, তাদের ব্যবসার যাবতীয় পাঠ বিনামূল্যে দেবেন মন্ডল শাড়ী কুঠীরের কর্ণধার বাপী মন্ডল।
।এছাড়া এখানে খুচরো কেনাকাটাতেও থাকছে দারুন ছাড়। বেনারসির মতো শাড়ীতে মিলছে ৫০-৬০% পর্যন্ত ছাড়।শান্তিপুরে সুনামের সাথে ব্যবসা করে চলা মন্ডল শাড়ী কুঠির তাদের দ্বিতীয় শাখা খুলল বিষ্ণুপুরে৷ শুভ উদ্বোধনের দিন এখানকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনের হাতে বস্ত্রদানও করা হয় মন্ডল শাড়ী কুঠিরের পরিবার থেকে৷ পাশাপাশি,সম্মাননা জ্ঞাপন করা হয় মন্ডল শাড়ী কুঠিরের শুভ্যনুধায়ীদের। যারা দুর্গাপুজোয় বস্ত্র দানের জন্য শাড়ী নিতে চান,বা যে সকল একান্নবর্তী পরিবার পুজোর কেনাকাটা এখান থেকে করতে চান, তাদের জন্য বিশেষ ছাড় থাকছে। আর, বিশেষ ভাবে সক্ষম অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে শাড়ীর ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হতে চান, তাদের জন্য বিশেষ প্যাকেজ চালু করেছে মন্ডল শাড়ী কুঠীর।
আরও জানতে আপনি কল করে নিতে পারেন মন্ডল শাড়ী কুঠীরের হেল্পলাইন : 9883844414/ 9907126930 এই নাম্বার দুটির যে কোন একটিতে। অথবা,বিষ্ণুপুরের ময়রাপুকুরে, এপেক্স হসপিটালের কাছে, মন্ডল শাড়ী কুঠিরের বিষ্ণুপুর শাখায় সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আর মন্ডল শাড়ী কুঠির প্যান ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকে। রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধাও। চাইলে, যোগাযোগ করে, ভার্চুয়ালি কেনাকাটাও সারতে পারবেন আপনার ঘরে বসেই।তাই এবার পুজোর বাজার সারুন এখানে। শাড়ী ছাড়া মহিলাদের পোষাকের অন্যন্য সব আইটেম তো পাচ্ছেনই৷ থাকছে, পুরুষদের ট্রেন্ডি শার্ট,প্যান্ট,জিনসের আইটেম থেকে পাঞ্জাবীর বিপুল সম্ভার। আর আছে কিডস আইটেমের ছড়াছড়ি। তাও আবার বাজার থেকে অনেক কমদামে।
একবার শোরুমে আসুন, আর নিজের চোখে পরখ করুন। দাম এবং মান দুই মিলিয়ে আন্যদের থেকে তফাৎ টের পাবেন। আর বারে,বারে আসবেন।এমনটাই দাবি করছেন মন্ডল শাড়ী কুঠির।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇