ইটালিয়ান স্টাইলে মনসুন ম্যাজিক!COBB বাঁকুড়ায় হাফ শার্ট ও টি শার্টে ৭০% ছাড়, চলছে বাই ওয়ান গেট থ্রী অফারও।
ক্যাসুয়াল,ফর্মাল বা পার্টি ওয়ার? সবই পেয়ে যাবেন এক ছাদের তলায়। ইটালিয়ান ঘরানার লেটেস্ট স্টাইলের ট্রেন্ডি মনসুন কালেকশনের প্রচুর সম্ভার নিয়ে হাজির cobb বাঁকুড়া।;
বাঁকুড়া২৪x৭নিজস্ব প্রতিবেদন : এবার মনসুনে আপনার পোশাক আশাক হোক আরও নজরকাড়া। মনসুন ম্যানিয়ায় মাতুন ইটালিয়ান স্টাইলে। আন্তর্জাতিক মেইন্স গার্মেন্টস ব্রান্ড cobb এখন দিচ্ছে দারুণ অফার!একেবারে ফ্রেশ এরাইভালের হাফ শার্ট এবং টি শার্টের ওপর থাকছে 70% ছাড়! আর, থাকছে বাই - ওয়ান,গেট - থ্রী ধামাকা অফার। যা আপনার পছন্দের যে কোন পোষাকের ওপরই প্রযোজ্য। তাই দেরি না করে চলে আসুন cobb বাঁকুড়ার এক্সক্লুসিভ আউটলেটে। বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ের কাছে বীর সাভারকর সরনিতে রয়েছে COBB এর এক্সক্লুসিভ শোরুম। এখানে মনসুন কমফর্ট ট্রেন্ডি হাফ শার্ট ও টিশার্ট যেমন পেয়ে যাবেন, তেমনি, রয়েছে ফুল স্লীভস শার্টও। এছাড়া ইকনমিক থেকে প্রিমিয়াম সব রেঞ্জের জিনস,কটন জিনস, ফরম্যাল প্যান্টও পাবেন।
এছাড়া রয়েছে ইউনিক ডিজাইনের ব্লেজারও। পেয়ে যাবেন কার্গো সিক্স পকেট ট্রেন্ডি কালেকশন। আর থাকছে কোবের জেন্টস লেদার আইটেম ও গার্মেন্টস এক্সেসারিজ। লেদার বেল্ট,ওয়ালেটের পাশাপাশি,আন্ডার গার্মেন্টসেরও অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এই আউটলেট টানা ১৯ বছর ধরে বাঁকুড়ার ফ্যাসন প্রেমী পুরুষদের পোশাক সরবরাহ করে আসছে। ক্যাসুয়াল,ফর্মাল বা পার্টি ওয়ার? সবই পেয়ে যাবেন এক ছাদের তলায়। সাথে ইটালিয়ান ঘরানার লেটেস্ট স্টাইলের ট্রেন্ডি কালেকশন। তাই আপনার পছন্দের পোশাক কিনতে আজই চলে আসুন। লোকেশন জানতে বা অন্য যে কোন তথ্যের জন্য আপনি কোব বাঁকুড়ার কাস্টমার হেল্পলাইন : 8900011850 নাম্বারে কল করে নিতে পারেন। বা হোয়াটসঅ্যাপেও এই নাম্বারে আপনি আপনার প্রশ্ন জানালে উত্তর পেয়ে যাবেন।
এছাড়া সরাসরি, বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড় থেকে লালবাজার যাওয়ার পথে বীর সাভারকর সরণির কোবের এক্সক্লুসিভ আউটলেটেও আসতে পারেন। মনে রাখবেন এই বিশেষ অফার চলবে সিমিত সময়ের জন্য। তাই সময় নষ্ট না করে,স্টক-আউটের আগেভাগেই চলে আসুন এখানে, আর অফারের লাভ ওঠান।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇