ফের জেলায় হাতির মৃত্যু! বেলবনির চুয়াগাড়ায় মাঠ থেকে হাতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য।

Update: 2022-03-12 09:36 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :মাত্র চার দিনের ব্যবধানে ফের হাতি মৃত্যর ঘটনা ঘটল জেলায়। শনিবার সকালে বাঁকুড়ার বেলবনী বিটের চুয়াগাড়া হাইস্কুল মাঠে হাতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিকরা। মৃত হাতির শুঁড়ে ক্ষতের চিহ্ন রয়েছে। এবং শুঁড়ের কাটা অংশ থেকে ভালো রক্তক্ষরণও হয়েছে। এই হাতিটির মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও আধরা। বন দপ্তরের দাবী ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত প্রকৃত কারণ বলা যাচ্ছে না। এদিকে,হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনা জানাজানি হতেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে উৎসাহী মানুষজন ঘটনাস্থলে ভীড় জমান।স্থানীয় মানুষজন হাতির কপালে,শুঁড়ে সিন্দুঁর পরিয়ে শ্রদ্ধা জানান এদিন।


 অন্যদিকে, স্থানীয় একাংশের অভিমত বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটি মারা পড়তে পারে। প্রসঙ্গত গত ৭ ই মার্চ এই বীটেই একটি হাতির মৃত্যু হয়। তার রেশ কাটতে না কাটতেই আবার হাতির মৃত্যুর পুনরাবৃত্তি হওয়ায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছে বন দপ্তর। প্রশ্ন উঠছে হাতির মৃত্যু ঠেকাতে বন দপ্তরের উদাসীনতা নিয়েও। পাশাপাশি বন দপ্তরের এই ভুমিকায় ক্ষুব্ধ জেলার পশু প্রেমীরাও।চার দিনের ব্যবধানে দু দুটি পুর্ণ বয়ষ্ক হাতির মৃত্যুর ঘটনা জেলায় এই প্রথম ঘটল। যা যথেষ্ট উদ্বেগের তা বলাই বাহুল্য। ময়নাতদন্তের পর হাতির মৃতদেহ মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছে বন দপ্তর। পাশাপাশি, কেন্দ্রীয় বন মন্ত্রক এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠাবে বলে সুত্রের খবর। এমনকি হাতি মৃত্যু ঠেকাতে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশেষ কর্মসুচীও নেওয়া হতে পারে বলেও খবর।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News