"এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম...এবার তো দেওয়ার পালা"-মালিয়াড়ার কর্মীসভায় বিস্ফোরক মহাগুরু মিঠুন চক্রবর্তী।

Update: 2025-08-14 08:13 GMT

বাঁকুড়া২৪x৭,প্রতিবেদন :  "এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম... এবার দেওয়ার পালা!"  বাঁকুড়ার মালিয়াড়ায় বিজেপির কর্মীসভায় বিস্ফোরক মন্তব্য করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী! রাজনৈতিক মঞ্চে তাঁর এই ঝাঁঝালো বার্তা ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।সেই বিস্ফোরক বক্তব্য এই প্রতিবেদনে তুলে ধরেছে বাঁকুড়া২৪x৭।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News