রিয়েলিটি শো নিয়ে ক্ষোভ, বাঁকুড়ার প্রতিভায় আপ্লুত পদ্মশ্রী মমতা শঙ্কর।

বাঁকুড়ার ছেলে,মেয়েদের প্রতিভার তারিফ করার পাশাপাশি,পদ্মশ্রী মমতা শঙ্করের আক্ষেপ টিভির রিয়েলিটি শোয়ের ফরম্যাট নিয়ে। এই শোতে অংশগ্রহণকারী বাচ্চাদের প্রশংসা করলেও তাঁর অভিযোগ এই শো গুলোতে তাদের ভুল পথে চালিত করা হচ্ছে। নাচের মঞ্চ সার্কাসে পরিণত হতে বসেছে।;

Update: 2025-08-14 18:17 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ায় দুই দিনের নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় এসে আপ্লুত অভিনেত্রী ও নৃত্য শিল্পী পদ্মশ্রী মমতা শঙ্কর। বাঁকুড়ার শিল্পীদের প্রতিভার তারিফও করেন তিনি। বাঁকুড়া শহরের নতুনগঞ্জে ধর্মশালার সভা কক্ষে এই নাচের কর্মশালায় মমতা শঙ্কর নিজে তালিম দেন। আর তাঁর মতো গুণী শিল্পীর কাছে একেবারে ভিন্ন আঙ্গিকে নাচের পাঠ নিতে পেরে অভিভূত এই  কর্মশালায় অংশগ্রহণকারীরা। মমতা শঙ্কর শিল্পীদের নিজের সৃজনশীলতাকে কি ভাবে প্রাধান্য দিতে হবে সেই পাঠও দেন। আর সেই পাঠ রপ্ত করে জেলার শিল্পীরা নিজেরাই কোরিওগ্রাফি বানিয়ে খোদ মমতা শঙ্করের মন জয় করে নেয়।বাঁকুড়ার ছেলে,মেয়েদের প্রতিভার তারিফ করার পাশাপাশি,পদ্মশ্রী মমতা শঙ্করের আক্ষেপ টিভির রিয়েলিটি শোয়ের ফরম্যাট নিয়ে।


 এই শোতে অংশগ্রহণকারী বাচ্চাদের প্রশংসা করলেও তাঁর অভিযোগ এই শো গুলোতে তাদের ভুল পথে চালিত করা হচ্ছে। নাচের মঞ্চ সার্কাসে পরিণত হতে বসেছে।এই দুই দিনের কর্মশালায় ছোট,বড়ো গ্রুপ মিলিয়ে প্রায় ১৮০ জন অংশগ্রহণ করে। আয়োজক সংস্থার পক্ষে প্রাক্তন বিধায়ক তথা নৃত্যশিল্পী শম্পা দরিপা বলেন মাত্র দুদিনের কর্মশালা হলেও মমতা শঙ্কর যে ভাবে এখানকার শিল্পীদের প্রশিক্ষণ দিলেন তার তুলনা হয়না। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News