মুকুটমণিপুর মেলার নৌকা বাইচ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া,আসছে বছর আরো বড়ো আকারে করার উদ্যোগ মেলা কমিটির।
মুকুটমণিপুর মেলায় আগামী বছর এই নৌকা বাইচ প্রতিযোগিতা আরও বড়ো আকারে করা হবে৷ এমনকি রাজ্য ও জাতীয় স্তরের বাইচ প্রশিক্ষক দিয়ে প্রতিযোগিতার আগে স্থানীয় মাঝিদের তালিমের ব্যবস্থাও করবে মেলা কমিটি।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের টানে ফি বছর শীতের পর্যটন মরসুমে উপচে পড়ে পর্যটকদের ভীড়। আর এই পর্যটকদের স্থানীয় লোক সংস্কৃতির সাথে পরিচয় এবং লোক শিল্পের কেনাকাটা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর আয়োজন করা হয় মুকুটমণিপুর মেলার৷ আর এই মেলার অন্যতম আকর্ষন ছিল কংসাবতী জলাধারে নৌকা বাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোহিতায় প্রায় ৫০ টি নৌকা অংশ নেয়। দুটি রাউন্ডে ২৫ টি করে নৌকা নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি নৌকাতে ছিলেন দুইজন করে প্রতিযোগী। এই বাইচ প্রতিযোগিতা দেখতে উপচে পড়ে ভীড়। স্থানীয় মাঝিরা এই প্রতিযোগিতার জন্য মুখিয়ে থাকেন। এই বাইচ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরষ্কৃত করা হয়।
এলাকার বিধায়ক তথা রাজ্য খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন,এবছরও বাইচ প্রতিযোগিতা ছিল মেলার অন্যতম আকর্ষণ। তিনদিনের এই মেলায় স্থানীয় লোক সংস্কৃতি ও লোক শিল্পের সাথে পর্যটক থেকে এলাকার মানুষজন সবার মেলবন্ধন ঘটানোয় এই মেলার মুল উদ্দেশ্য। মুকুটমণিপুর মেলায় আগামী বছর এই নৌকা বাইচ প্রতিযোগিতা আরও বড়ো আকারে করা হবে৷ এমনকি রাজ্য ও জাতীয় স্তরের বাইচ প্রশিক্ষক দিয়ে প্রতিযোগিতার আগে স্থানীয় মাঝিদের তালিমের ব্যবস্থাও করবে মেলা কমিটি।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇