ফর্ম–৭ বিতর্কে মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা: সুভাষ সরকার।

ডা: সুভাষ সরকারের বক্তব্য, ভোটার তালিকা সংক্রান্ত প্রতিটি প্রক্রিয়া নির্বাচন কমিশনের আওতাধীন এবং যাচাই ছাড়া কোনও ভোটারের নাম বাদ যায় না। তাই তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই তিনি মন্তব্য করেন।

Update: 2026-01-14 03:23 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ফর্ম–৭ বিতর্কে মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা: সুভাষ সরকার।বাঁকুড়ার খাতড়ায় ফর্ম–৭ বিতর্ক ঘিরে দুই বিজেপি কর্মী আটকের ঘটনায় রাজনৈতিক উত্তেজনার মাঝেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ ডা. সুভাষ সরকার। তিনি খাতড়া থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং গোটা ঘটনার বিস্তারিত  খোঁজখবর নেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. সুভাষ সরকার ফর্ম–৭ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন। তাঁর দাবি, বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করা হচ্ছিল বলে তিনি জানান।

পাশাপাশি, তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে উত্তেজনা তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সুভাষ সরকারের বক্তব্য, ভোটার তালিকা সংক্রান্ত প্রতিটি প্রক্রিয়া নির্বাচন কমিশনের আওতাধীন এবং যাচাই ছাড়া কোনও ভোটারের নাম বাদ যায় না। তাই তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই তিনি মন্তব্য করেন। ফর্ম–৭ বিতর্ককে কেন্দ্র করে জঙ্গলমহলে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ডা. সুভাষ সরকারের সফর ও বক্তব্য নতুন করে বিতর্কে ইন্ধন জোগাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News