গাড়ি থেকে উদ্ধার প্রায় ৩ হাজার ফর্ম–৭, আটক ২; বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ।
এই ৭ নাম্বার ফর্ম সহ গাড়ি আটকের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। বাঁকুড়ার এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : এসআইআরের প্রায় তিন হজার ফর্ম ৭ বোঝাই একটি গাড়ি আটক করার ঘটনাকে কেন্দ্র করে জেলার জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক তর্জা চরমে উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির স্থানীয় নেতারা ওই গাড়িতে প্রায় হাজার তিনেক ৭ নাম্বার ফর্ম নিয়ে জমা দিতে যাচ্ছিল। এবং এই ফর্মগুলিতে নাকি আগে থেকেই ভোটারদের নাম ও ব্যাক্তিগত তথ্য পূরণ করা ছিল।তাই তৃণমূল সরাসরি বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছে।জানা যাচ্ছে বিজেপির এসআইআর সংক্রান্ত কার্যকলাপের ওপর নজরদারি রাখছিলেন তৃণমূলের কিছু কর্মী। মঙ্গলবার সকালে তালডাংরার এই তৃণমূল কর্মীদের সন্দেহ হওয়ায় এই ৭ নাম্বার ফর্ম বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করেন।
এবং খাতড়া সিনেমা রোডের কাছে গাড়িটি কে ধরে ফেলে। গাড়িতে সওয়াড়ি পাঁচ জনের মধ্যে তিন জন পালাতে সক্ষম হলেও ২ জনকে ধরে ফেলেন তৃণমূল কর্মীরা এর পর গাড়ি সহ ওই দুজনকে খাতড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে খাতড়া থানায় হাজির হন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়,রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ অন্যন্য নেতারা। তাদের,অভিযোগ বিজেপির এই ভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার পর্দা ফাঁস হয়ে গেল এই ঘটনায়। এবং তা হাতে নাতে ধরা পড়ে গেছে৷ যদিও বিজেপির স্থানীয় নেতা দীপক কুমার দাস এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের কর্মীদেরকে মারধোরের অভিযোগ তুলেছে। একই সাথে তাঁর দাবি ওই গাড়ি করে ভুয়ো
ভোটারদের নাম বাদ দিতে সাত নাম্বার ফর্ম নিয়ে বিজেপির নেতারা খাতড়া এসডিও অফিসে জমা দিতে যাচ্ছিলেন। পরিকল্পিত ভাবে তৃণমূল তাদের আটকে এই নাটক করছে। বিজেপিও এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবে বলেও জানান দীপক বাবু। এদিকে,এই ৭ নাম্বার ফর্ম সহ গাড়ি আটকের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। বাঁকুড়ার এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে,নির্বাচন কমিশন সুত্রে জানা যাচ্ছে,কমিশনের ওয়েবসাইট থেকে এই ৭ নাম্বার ফর্ম ডাউনলোড করে কোন ভোটার সংক্রান্ত আপত্তি দাখিল করতে পারেন। তবে এই ফর্ম দাখিল করলেই যে নাম বাদ দেওয়া হবে এমনটা নয়।সব নথি যাচাই করে তবেই নাম বাদ দেয় কমিশন। তাই এভাবে ফর্ম জমা করলেই নাম বাদ যাবেনা বলে আশ্বস্ত করছে নির্বাচন কমিশন।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇