ফর্ম -৭ কান্ডে ধৃত বিজেপি কার্যকর্তাদের জামিন, বাজেয়াপ্ত ফর্ম জমা দিতে না পারলে হাইকোর্টে যাবে বিজেপি।
এই ৭ নাম্বার ফর্ম জমা দেওয়ার আগামী কালই অর্থাৎ ১৫ই জানুয়ারী শেষ দিন। তাই, খাতড়ায় পুলিশের বাজেয়াপ্ত করা প্রায় হাজার তিনেক ৭ নাম্বার ফর্ম বিজেপি নিজেদের হেফাজত নিয়ে, কাল জমা করতে পারে,তাহলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে তা বলাই বাহুল্য।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : গতকাল প্রায় তিন হাজার ৭ নাম্বার ফর্ম বোঝাই এসইউভি গাড়ি আটক ও তিন বিজেপি কার্যকর্তার গ্রেপ্তারির ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে সরব হন। আজ ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে,বিচারক আগামী ২৭ শে জানুয়ারি পর্যন্ত অন্তবর্তী জামিন মঞ্জুর করেন। আর ধৃতদের জামিন মেলার সাথে,সাথে খুশীর হাওয়া জেলা বিজেপিতে। এদিন জামিন পাওয়া তিনজনকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। ধৃতদের দাবি,তারা কোন অন্যায় কাজ করেননি। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই খাতড়া এসডিও অফিসে ৭ নাম্বার ফর্ম জমা দিতে যাচ্ছিলেন। তৃণমূল তাদের আটকে মারধর করে
পুলিশের হাতে ফর্ম সহ গাড়ি তুলে দেয়। আজ আদালতে তোলা হলে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। অন্যদিকে,ধৃতদের আইনজীবী আসীম গোপ বলেন,এই ঘটনা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত তা স্পট। এবং তার তিন মক্কেলকেই বিচারক অন্তবর্তী জামিন দিয়েছেন। যদিও তৃণমূল নেতা তথা বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি,জামিন পাওয়া মানেই এই নয়,যে অভিযুক্তরা খালাস পেয়ে গেলেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলবে।এদিন,বাঁকুড়া শহরের নুতনগঞ্জে বিজেপির জেলা অফিসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা: সুভাষ সরকার।সুভাষ বাবু বলেন, সব বাজেয়াপ্ত ফর্ম - ৭ তারা পুনরায় জমা দেবেন।
আর ফর্ম যদি আগামী কালকের মধ্যে তারা জমা দিতে না পারেন,তাহলে কলকাতা হাইকোর্টে যাবে বিজেপি। প্রসঙ্গত, বিজেপির তরফে সারা রাজ্য জুড়েই অভিযোগ তোলা হচ্ছে যে, ইআরও বা এইআরও স্তরের আধিকারিকেরা বিভিন্ন এলাকায় ৭ নাম্বার ফর্ম জমা নিতে অস্বীকার করছেন। আর এই ৭ নাম্বার ফর্ম জমা দেওয়ার আগামী কালই অর্থাৎ ১৫ই জানুয়ারী শেষ দিন। তাই, খাতড়ায় পুলিশের বাজেয়াপ্ত করা প্রায় হাজার তিনেক ৭ নাম্বার ফর্ম বিজেপি নিজেদের হেফাজত নিয়ে, কাল জমা করতে পারেন কিনা? তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে এখন আলোচনা তুঙ্গে। যদি এই ফর্ম জমা না করতে পারে বিজেপি,তবে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ যে হবে, তা বলাই বাহুল্য।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇