প্রজাতন্ত্র দিবসের দিন জেলার একাধিক জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার,জেলা জুড়ে চাঞ্চল্য।

মাওবাদী পোস্টার পড়ার ঘটনা জেলায় নুতন কিছু নয়। ফি বছর মাঝে মধ্যে এমন ঘটনা ঘটলেও এর সাথে প্রকৃত মাওবাদীদের যোগসূত্রের জোরাল প্রমাণ পুলিশের তদন্তে না মেলায়। এই পোস্টারের সত্যতা নিয়ে সংশয় থেকেই যায়।

Update: 2026-01-26 18:05 GMT

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : প্রজাতন্ত্র দিবসের দিন সকালে জেলার বিভিন্ন এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে তালডাংরা এবং ওন্দা থানার বিভিন্ন জায়গায় এই পোস্টার গুলি স্থানীয় মানুষের নজরে পড়ে। কোথাও গাছের গুড়িতে,কোথাও বাস যাত্রী প্রতিক্ষালয়ের দেওয়ালে এই পোস্টার সাঁটানো হয়। সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা পোস্টার গুলিতে একদিকে যেমন ফ্যাসিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রহ গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে।তেমনি ছত্তিশগড়ে নিরীহ আদিবাসীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে তা অবিলম্বে বন্ধের দাবি তোলা হয়েছে। পাশাপাশি, মাওবাদী সন্দেহে ধৃতদের মুক্তির দাবিও উল্লেখ আছে পোস্টারে। এমনকি, এই পোস্টারে গতবছর নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশে পুলিশের সাথে সংঘর্ষে নিহত মাওবাদী শীর্ষ নেতা

মাডবী হিডমাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া গতকাল গভীর রাতে তালডাংরার পাঁচমুড়া রোডে মুঘাই ব্রিজের পাশে একটি বাসযাত্রী প্রতীক্ষালয়ে কে বা কারা মাওবাদী নামাঙ্কিত পোস্টার সাঁটিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার গুলিকে ছিড়ে ফেলে বলে সুত্রের খবর। তবে এই পোস্টার গুলির সাথে আদৌ প্রকৃত মাও যোগ আছে কি না? তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দারা অবশ্য আতঙ্কিত না হয়ে পুলিশ - প্রশাসনের ওপর ভরসা রাখছেন।

প্রসঙ্গত গতকাল রবিবার বাঁকুড়া জঙ্গল মহলের রানীবাঁধ বিধানসভায় বিজেপির দলীয় কর্মসুচি চার্জশিট বা অভিযোগ পত্র পেশ করতে এসেছিলেন রাজ্যের মুখপাত্র শঙ্কুদেব পান্ডা তিনি সাংবাদিক বৈঠকে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের সাথে মাওবাদী যোগের ত্তত্বের ওপর সওয়াল করেন। তার ২৪ ঘন্টা কটতে না কাটতে জেলায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় জেলার রাজনৈতিক মহলে এখন চর্চা তুঙ্গে। যদিও তৃণমূল এই অভিযোগ খারিজ করে পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। জঙ্গলমহলের বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র। তিনি বলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী মাওবাদী দমন নিয়ে যে বক্তব্য রাখছেন তার ভিন্ন সুর শোনাযাচ্ছে শঙ্কুদেবের গলায়।

তার দাবি আসলে বিজেপির নেতারা ভোট এলে পপরিযায়ী পাখির মতো আসেন,আর উল্টো পালটা গালগপ্প শুনিয়ে যান। মাওবাদী পোস্টার পড়ার ঘটনা জেলায় নুতন কিছু নয়। ফি বছর মাঝে মধ্যে এমন ঘটনা ঘটলেও এর সাথে প্রকৃত মাওবাদীদের যোগসূত্রের জোরাল প্রমাণ পুলিশের তদন্তে না মেলায়। এই পোস্টারের সত্যতা নিয়ে সংশয় থেকেই যায়।

👁️‍🗨️দেখুন🎦ভডিও👇

Full View


Tags:    

Similar News