শহরের বোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া সদর পুর্ব চক্রের ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

চক্রের খেলায় যারা প্রথম স্থান অর্জন করেছে তারা পরবর্তীতে মহকুমা স্তরে অংশ নেবে৷ এবং সেখান থেকে জেলা এবং জেলার সেরারা ৪১ তম রাজ্য প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে।

Update: 2025-12-21 02:36 GMT

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : শীতের হিমেল হাওয়ায় খেলার মাঠে উষ্ণতা ছড়াল ক্ষুদেরা। বাঁকুড়া শহরের বোস্টেল মাঠে এদিন বাঁকুড়া সদর পুর্ব চক্রের অধীনে থাকা প্রাথমিক বিদ্যালয়,নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, শিশু শিক্ষাকেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ৪১ তম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ড: শ্যামল সাঁতরা। এবং সদর পুর্ব চক্রের পতাকা উত্তোলন করেন অবর বিদ্যালয় পরিদর্শক সজল মাহাত। অন্যান বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন এআই সঞ্জীব দাস চক্রবর্তী, বাঁকুড়া পুরসভার ১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ লাহা, ১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর তাপস বন্দ্যোপাধ্যায়,


প্রাথমিক ক্রীড়ার জেলা আহ্বায়ক সাথী বন্দ্যোপাধ্যায়,সেখ বসিরউদ্দীন প্রমুখ। এদিন উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা সকলে প্রশংস কুড়িয়ে নেয়।  পুরুষ ও মহিলা এই দুই বিভাগে একশ মিটার দৌড় ,২০০ মিটার দৌড়, লং-জাম্প, হাই-জাম্প,জিমন্যাস্টিকস,ফুটবল ছোঁড়া,আলু দৌড় সহ বিভিন্ন ইভেন্টে ক্ষুদেদের লড়াই এদিন জমে উঠেছিল। জিমন্যাস্টিকসের পারফরমেন্স ছিল নজরকাড়া। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ড.শ্যামল সাঁতরা পড়ুয়াদের পঠন - পাঠনের পাশাপাশি খেলাধূলাও সমান্তারাল ভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।প্রসঙ্গত,এর আগে অঞ্চল পর্যায়ের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারিরা এই চক্র পর্যায়ের খেলায় অংশ নেয়।চক্রের খেলায় যারা প্রথম স্থান অর্জন করেছে তারা পরবর্তীতে মহকুমা স্তরে অংশ নেবে৷।

এবং সেখান থেকে  পরবর্তীতে জেলা এবং জেলার সেরারা ৪১ তম রাজ্য প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News