বাঁকুড়া জেলা জুড়ে বাড়ছে তাইকোন্ডো প্রশিক্ষণে ঝোঁক,জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাড়া।
এই আন্তর্জাতিক খেলা অলিম্পিক ইভেন্টেও স্থান পেয়েছে। এমনকি এটি আত্মরক্ষার ক্ষেত্রেও যথেষ্ট সহায়ক। তাই দিন,দিন তাইকোন্ডো প্রশিক্ষণের প্রতি ঝোঁক বাড়ছে নয়া প্রজন্মের।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : কোরিয়ান মার্শাল আর্ট তাইকোন্ডো প্রশিক্ষণে বাঁকুড়া জেলায় আগ্রহ দিন,দিন বাড়ছে। ফলে সদর শহর থেকে মফস্বল সর্বত্র তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্র গুলিতে শিক্ষার্থীর সংখ্যও বাড়ছে নিয়মিত। আর এই শিক্ষার্থীদের রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনের উপযোগী করে তুলতে, বাঁকুড়া জেলা তাইকোন্ডো এসোসিয়েশন। প্রতি বছর জেলা চ্যাম্পিয়নসিপের আয়োজন করে। এবছর তৃতীয় বছরে পড়ল এই প্রতিযোগিতা। বাঁকুড়া শহরের খ্রীস্টানডাঙ্গার এজি চার্চ গ্রাউন্ডে গত রবিবার অনুষ্ঠিত হয়ে গেল থার্ড বাঁকুড়া তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ-২০২৬। এই প্রতিযোগিতার ব্যবস্থাপনা করে বাঁকুড়া ডিস্ট্রিক্ট তাইকোন্ডো এসোসিয়েশন। এসোসিয়েশনের জেলা সম্পাদক বুবুন বিশ্বাস বলেন, প্রায় ৬০ জন প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে।
তিনটি ইভেন্টে প্রতিযোগিতা হয়। এবং প্রতিযোগিদের পারদর্শিতাও ছিল নজরকাড়া। প্রতিযোগিতায় আংশগ্রহনকারীরা সিংহভাগই ছিল স্কুল পড়ুয়া। তারা তাইকোন্ডো প্রতিযোগিতা চুটিয়ে উপভোগও করে। এবং তাদের একে ওপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হাততালি কুড়িয়ে নেয় উপস্থিত দর্শককুলের। প্রসঙ্গত,তাইকোন্ডো হল কোরিয়ান মার্শাল আর্ট, যার অর্থ "পায়ের পথ" বা "পায়ের কৌশল" (Tae=পা, Kwon=মুষ্টি/হাত, Do=পথ/কৌশল)। এই আর্টের প্রধান কৌশলই হল উচ্চ লাফানো ও ঘূর্ণায়মান লাথি। এই আন্তর্জাতিক খেলা অলিম্পিক ইভেন্টেও স্থান পেয়েছে। এমনকি এটি আত্মরক্ষার ক্ষেত্রেও যথেষ্ট সহায়ক। তাই দিন,দিন তাইকোন্ডো প্রশিক্ষণের প্রতি ঝোঁক বাড়ছে নয়া প্রজন্মের।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇