আম জনতাকে ডিজিটাল লেনদেনের পাঠ দিতে আর্থিক সাক্ষরতা কর্মসুচী রিজার্ভ ব্যাঙ্কের।

Update: 2019-11-19 01:57 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :ডিজিটাল লেনদেনে নিয়ে অনেকেরই এখনও অনীহা রয়েছে। সেই অনীহা কাটিয়ে তুলে আম জনতাকে ডিজিটাল লেনদেনে পটু করে তুলতে জেলায়,জেলায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

ই উপিআই, এনইএফটি,আরটিজিএস,আইএমপিএস,এবং অনলাইন ব্যাঙ্কিং প্রতারণা ঠেকানো সহ ডিজিটাল ব্যাঙ্কিং এর নানা বিষয়ে পাঠ দিতেই এই কর্মসূচি নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।তারই অঙ্গ হিসেবে সোমবার বাঁকুড়া পুরসভার মিটিং হলে পুরসভার নিয়ে এই আর্থিক সাক্ষরতা শিবির অনুষ্ঠিত হয়।রিজার্ভ ব্যাঙ্কের এই কর্মসূচীতে সহায়তা করে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের বাঁকুড়া শাখা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Similar News