২০২৬ এর ৩০ এপ্রিল থেকে বাংলাতেও বুলডোজার রাজ! বাঁকুড়ায় কন্যা সুরক্ষা যাত্রার সভা থেকে ঈঙ্গিত শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারী প্রকাশ্য সভায় বক্তব্য রাখার সময় বলেন, আগামী বিধানসভা ভোটের ফল বেরলে ক্ষমতায় আসবে বিজেপি।তখন, যোগীজীর উত্তর প্রদেশ থেকে বুলডোজার এনে বাংলাদেশী মুসলমানদের এপার বাংলা থেকে ওপার বাংলায় নিক্ষেপ করা হবে।;

Update: 2025-08-01 23:57 GMT

বাঁকুড়া২৫x৭প্রতিবেদন : বাঁকুড়ায় কন্যা সুরক্ষা যাত্রায় বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল ময়দান থেকে তামলীবাঁধ পর্যন্ত হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রার পর শুভেন্দু অধিকারী প্রকাশ্য সভায় বক্তব্য রাখার সময় বলেন, আগামী বিধানসভা ভোটের ফল বেরলে ক্ষমতায় আসবে বিজেপি এবং তখন যোগীজীর উত্তর প্রদেশ থেকে বুলডোজার এনে বাংলাদেশী মুসলমানদের এপার বাংলা থেকে ওপার বাংলায় নিক্ষেপ করা হবে। তার দাবি,আগামী ২০২৬ এর ৩০ এপ্রিল থেকে বাংলাতেও বুলডোজার রাজ চালু হবে। বাঁকুড়ায় কন্যা সুরক্ষা যাত্রার তামলীবাঁধের সভা থেকে ঈঙ্গিত দেন তিনি। পাশাপাশি, শুভেন্দু বাবু বলেন, "বাম আমলে জঙ্গলমহলে ঢুকতেই পারতেন না মমতা, বন্দ্যোপাধ্যায়,ঢোকার রাস্তা করে দিয়েছিলাম আমি"- বাঁকুড়ায় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারকে একহাত নেন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News