কোভিড বিধি মেনে বাঁকুড়ার তিন পুরসভায় চলছে ভোট গ্রহন।

Update: 2022-02-27 03:21 GMT

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন :

কোভিড সতর্কতা বিধি মেনে বাঁকুড়া জেলার তিন পুরসভায় চলছে ভোটগ্রহণ। সব মিলিয়ে বাঁকুড়ায় ৯১, বিষ্ণুপুরে ৮২ ও সোনামুখীতে ৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। বাঁকুড়া পুরসভায় মোট ভোটারের সংচখ্যা এক লক্ষ ২৫ হাজার ৪২০। বিষ্ণুপুরে ৫৯ হাজার ৫৫৬। আর সোনামুখীতে ভোটারের সংখ্যা ২৪ হাজার ৮৯৩। বাঁকুড়ায় ১৪৮ টি বুথেচলছে ভোটগ্রহণ বিষ্ণুপুরে মোট বুথের সংখ্যা ৭০ টি এবং সোনামুখীতে রয়েছে মোট ৩০ টি বুথ। ভোটগ্রহণ। তিন পুরসভা মিলিয়ে মোট ভোটকর্মীর সংখ্যা ৯৯২ জন। পাশাপাশি,জেলার তিন পুরসভার জন্য মোতায়েন রয়েছেন অফিসার সমেত মোট প্রায় এগারোশো পুলিশ কর্মী। এছাড়া কুইক রেসপন্স টিম তৈরি রয়েছে। পুলিশের নাকা চেকিং পয়েন্টও থাকছে তিনটি পুর সভাতেই।

জেলার তিন পুরসভার মোট ২৪৮ টি বুথের মধ্যে ৪০ টি বুথকে ক্রিটিকাল বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তারমধ্যে বাঁকুড়ায় রয়েছে ২১ টি। এছাড়া বিষ্ণুপুরে ৬'টি ও সোনামুখীতে রয়েছে ১৩ টি বুথ। ভোট সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ২৮ টি সেক্টর অফিস থেকে ভোটের কাজ পরিচালনা করা হচ্ছে।

,👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News