বড়োদিনে জেলার সদর বাঁকুড়া থেকে জঙ্গলমহল সারেঙ্গা মাতলো প্রভু যীশুর আবাহনে,উপহারের ডালি নিয়ে হাজির সান্তাও।

Update: 2020-12-25 18:30 GMT

আজ বড়োদিন। প্রভু যীশু এদিন পৃথিবীতে জন্ম গ্রহণ করেন। এই শুভদিনে প্রার্থনা আর গীর্জায় গীর্জায় ঘন্টার ধ্বনিতে পরম পিতার কাছে সুখ ও শান্তির কামনা করলেন অগনিত খ্রীশ্চান ধর্ম প্রাণ মানুষজন। জেলার সদর শহর থেকে জঙ্গলমহল সারেঙ্গা সর্বত্র গীর্জার, গীর্জায় আজ ছিল আনন্দ উৎসবের আয়োজন। 




দিন গড়িয়ে সন্ধ্যে নামতেই জেলার খ্রীশ্চান পল্লী গুলোর আলোক সজ্জার বাহার মন নজর কাড়ছে সবার। প্রচুর ধর্মপ্রাণ মানুষ প্রভুর দর্শণে ভীড় জমিয়েছেন গীর্জায়। মোমবাতি জ্বেলে নিবেদন করেছেন শ্রদ্ধা। পাশাপাশি,মহল্লায়,মহল্লায় বড়োদিনের উপহার নিয়ে হাজির সান্তাও।

সব মিলিয়ে বড়ো দিন কোভিড আবহেও বড়ো আনন্দে কাটল সারা জেলায়। আর প্রভু যীশুর কাছে সবার প্রর্থনা অতিমারীর বিনাশ ঘটিয়ে প্রভু যীশু নুতন বছরে বিশ্ব জুড়ে সুখ,সমৃদ্ধি ও শান্তির বাতাবরণ গড়ে তুলুন আর বিনাশ হোক মারণ ভাইরাস কোভিডের।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News