জঙ্গল মহলে ঝটিকা সফরের দ্বিতীয় দিনে বাঁকুড়ায় ডিজি,বিষ্ণুপুর থানার নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধন সেরে বিশেষ বৈঠকে জেলা পুলিশ কে দিলেন নিরাপত্তার টিপস।

Update: 2022-04-17 15:28 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের জঙ্গল মহল জুড়ে কেন্দ্রীয় সংস্থার মাও হানার সতর্কতা জারির পর রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জঙ্গল মহলের পরিস্থিতি পর্যালোচনার জন্য দু দিনের ঝটিকা সফরের কর্মসুচী নেন। এই ঝটিকা সফরের দ্বিতীয় দিনে, আজ দুপুরে বাঁকুড়ায় পৌঁছান তিনি। এর আগে সফরের প্রথম দিন,শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে পর্যালোচন বৈঠক সারেন শ্রী মালব্য।আর আজ ঝড়গ্রাম থেকে সড়ক পথে বাঁকুড়া আসেন তিনি।এদিন পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে বিষ্ণুপুর থানার নব নির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। এর পর যোগদেন বিশেষ পর্যালোচনা বৈঠকে। এই বৈঠকে হাজির ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ, ডিআইজি (বাঁকুড়া রেঞ্জ) সুনীল চৌধুরী এবং বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার,অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বার্মা,সহ জেলার অন্যন্য পুলিশ আধিকারিক এবং ওসি ও আইসিরা৷


 সুত্রের খবর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো বাঁকুড়াতেও একদা মাও প্রভাবিত তকমা সাঁটা পাঁচটি থানা : রাইপুর,সারেঙ্গা,সিমলাপাল,রানীবাঁধ এবং বারিকুলের সাম্প্রতিক পরিস্থিতি,,সেখানকার পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ও মাওবাদীদের গতিবিধি সংক্রান্ত বিষয় গুলির ওপর পর্যালোচনা করেন তিনি। এমনকি, এই সব এলাকায় কিভাবে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যায় তার টিপসও দেন ডিজি মনোজ মালব্য৷ পাশাপাশি, জেলার সামগ্রিক আইন, শৃঙখলা সংক্রান্ত আলোচনাও হয় এই বৈঠকে। বাঁকুড়ায় বৈঠক সেরে, তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পুরুলিয়াতেও ছিল একই আদলে পর্যালোচনা বৈঠকের কর্মসুচী বলে রাজ্য পুলিশ সুত্রে জানা গেছে। 

বৈঠক শেষে, বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার সাংবাদিক বৈঠকে ডিজির এদিনের কর্মসুচী সম্পর্কে আলোকপাত করলেও জঙ্গল মহলের মাও সতর্কতা সম্পর্কিত ঠিক কি আলোচনা হয়েছে, তা খোলসা করেন নি।যদিও তিনি বলেন জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এদিন জেলা পুলিশের পক্ষ থেকে ডিজির কাছে ব্রিফ করা হয়েছে। এবং বৈঠকে জেলার পুলিশ আধিকারিক ও ওসি,আইসিরা হাজির ছিলেন।প্রসঙ্গত,মাওবাদী নাশকতার আশঙ্কায় কেন্দ্রীয় সংস্থার সতর্কতা জারির ঠিক পরেই জঙ্গল মহলে ডিজির এই ঝটিকা সফর ও বিশেষ পর্যালোচনা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি,এমনও ইঙ্গিত মিলছে যে,জঙ্গল মহলের একদা মাও প্রভাবিত তকমা সাঁটা থানা গুলির মধ্যে সমন্বয় সাধন করে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার রূপরেখা তৈরি করতেই ডিজির এই জঙ্গল মহল জুড়ে ঝটিকা সফর।

মাও নাশকতার কেন্দ্রীয় সতর্কতার জেরে ডিজির এই জঙ্গল মহলে ঝটিকা সফর ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠকের পর জঙ্গল মহলের প্রত্যন্ত এলাকা গুলিতেও পুলিশি তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, পুলিশের সোর্স বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।সব মিলিয়ে রাজ্য পুলিশ মাও মোকাবিলায় কোমর বেঁধে ময়দানে নামছে তা বলাই বাহুল্য। 

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News