শহরের রক্ষাকালীতলায় হাতে নাতে ধরা পড়ল মোবাইল চোর, তার পর কি হাল হল তার? জানতে দেখুন এই ভিডিও প্রতিবেদন।

Update: 2021-06-26 13:02 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড আবহে কাজ হারিয়ে এখন অনেকেই চুরিকে পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছেন। এমনকি ভিন রাজ্য থেকে এই জেলায় আসা কিছু চক্রও এখন বাজার ও ব্যস্ত রাস্তায় মোবাইল চুরিতে সক্রিয় হয়ে উঠেছে। এমনই এক চক্রের পান্ডা আজ হাতেনাতে ধরা পড়ে যায় শহরের রক্ষাকালীতলা এলাকায়৷ যদিও তার আর এক সঙ্গী চম্পট দেয়। ধরা পড়ার পরই উত্তেজিত জনতা মারধর করতেই সে চুরির কথা স্বীকার করে। তবে, নাম ও ঠিকানা জানতে চাইলে সে অসঙ্গতিপূর্ণ উত্তর দিতে থাকায় স্থানীয় লোকজন পিটুনি দেয়৷ তখন নিজেকে বিহারের বাসিন্দা বলেও দাবী করে ধরা পড়া ওই যুবক।তবে তার দাবী কতটা সত্যি তা নিয়েও সন্দেহ আছে। 


 এদিকে,মোবাইল চোর ধরা পড়ার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে উৎসাহী মানুষের ভীড় বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা খবর দেন বাঁকুড়া সদর থানায়। সাথে,সাথে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মোবাইল চোর সন্দেহে আটক হিন্দিভাষী ওই যুবককে ধরে থানায় নিয়ে যায়। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সন্ধানে নামবে সদর থানার পুলিশ এমনটাই জানা যাচ্ছে।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News