শেষ মূহুর্তে মুখ্যমন্ত্রীর সফর সূচীতে বড়ো রদবদল, এক নজরে জেনে নিন কি পরিবর্তন হল।

Update: 2020-11-22 08:53 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর জেলা সফরের শেষ মূহুর্তে বড়ো রদবদল। আগের সময়সূচীতে আমূল পরিবর্তন ঘটানো হল। বাঁকুড়া জেলা প্রশাসন সুত্রে এমনটাই জানানো হয়েছে। নুতন সূচী অনুযায়ী আগামী কাল সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর খাতড়ায় প্রশাসনিক বৈঠকের বদলে খাতড়া সিধু-কানু স্টেডিয়ামে হবে প্রশাসনিক সভা। এই সভা থেকে বিভিন্ন পরিষেবা প্রদান করবেম মুখ্যমন্ত্রী। এই সভা অনুষ্ঠিত হবে দুপুর ১ টায়। আর পরের দিন২৪ নভেম্বর মঙ্গলবার, দুপুর আড়াইটে নাগাদ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক খাতড়া গুরুসদয় মঞ্চের পরিবর্তে বাঁকুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে।

Tags:    

Similar News