বালেশ্বরে প্রধানমন্ত্রীর সাথে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

Update: 2023-06-03 13:34 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন :বাঁকুড়া থেকে বালেশ্বরে রেল দুর্ঘটনা স্থলে পৌঁছলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন। এবং হাসপাতালে আহতদের দেখা করতেও যান। বাঁকুড়া জেলার বাসিন্দা এমন আহতদের সাথেও তিনি যোগাযোগ করেন।জেলার কারা,কি অবস্থায় আছেন তার তথ্য সংগ্রহ করারও কাজ ইতিমধ্যে শুরু করেছেন সুভাষ বাবু।এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে ২৯ জন এই জেলার বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েন।তাদের মধ্যে ২৫ জন আহত হয়েছেন।এমনটাই জানা গেছে।যদিও সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত,প্রধানমন্ত্রী শনিবার বিকেলে পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনাস্থলে পৌঁছান। তার সাথে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও।এখনও পর্যন্ত এই ভয়াবহ রেল দুর্ঘটনায় কমপক্ষে ২৬১ জনের প্রাণ গেছে এবং আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News