বাঁকুড়ার মেগা সামার কুল অফার করগাহীড়ের সত্যম ডিজিটালে,এসি,কুলার,ফ্যান সহ সব ইলেকট্রনিক্স ও ইলেক্ট্রিক প্রোডাক্টে ৭০% পর্যন্ত ছাড়! সাথে ফ্রি হোম ডেলিভারি।
আপনি এই সামার কুল অফারে ফ্রিজ,এসি,কুলার,টিভির পাশাপাশি যাবতীয় ইলেকট্রনিক্স আইটেমে ছাড় পাবেন ৪০- ৭০% পর্যন্ত,সাথে ফ্রি হোম ডেলিভারি।এবং উপহার।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার সব থেকে বড়ো সামার কুল অফার চলছে বাঁকুড়ার কড়গাহীড়ের সত্যম ডিজিটাল ইলেট্রনিক্স ও ইলেকট্রিক শোরুমে। বিশেষ করে এই তীব্র গরমে নিজেকে এবং পরিবার পরিজনদের ঠান্ডা রাখতে আপনি এই মেগা সামার কুল অফারের লাভ ওঠাতে পারেন। আপনার বাঁকুড়া শহর এবং শহর লাগোয়া গ্রামীণ এলাকায় বাড়ি হলে আপনি এই অফারে ফ্রি হোম ডেলিভারি পাবেন এসি,কুলার,টিভি,ফ্রিজের মতো প্রোডাক্টে।আর দাম অনলাইন থেকে অনেক কম। এমআরপির ওপর আপনি ফ্রিজ,এসি,কুলার,টিভির পাশাপাশি যাবতীয় ইলেকট্রনিকস আইটেমে ছাড় পাবেন ৪০- ৭০% পর্যন্ত। এমনকি নুন্যতম ছাড় থাকছে ৪০%। তাই আপনার পছন্দের টিভি,ফ্রিজ,এসি,কুলার কিনতে হলে শহর থেকে একটু দূরে হলেও চলে আসুন সত্যম ডিজিটালে।
আর এই মরসুমের সব থেকে মেগা ছাড়ের লাভ ওঠান। বাঁকুড়া গোবিন্দনগর লাগোয়া করগাহীড় মোড়ের কাছে,বাঁকুড়া হেলিপ্যাড যাওয়ার পথেই পড়বে সত্যম ডিজিটাল। এখন এই অফারে ঠিক কি,কি ছাড় রয়েছে তা জেনে নেওয়াযাক সত্যম ডিজিটালের কর্ণধার গিরীশ বাবুর কাছ থেকে। এখানে,আপনি নামী ব্রান্ডের এসি,ফ্রিজ,কুলার এরের পাশাপাশি পাখা, টিভি, মিক্সার গ্রাইন্ডার, মাইক্রোওভেন,আরও ওয়াটার ফিল্টার,ইলেক্ট্রিক কেটলি,ইলেক্ট্রিক ইস্তিরি সহ যাবতীয় হোম এপ্ল্যায়েন্স পেয়ে যাবেন। তাও আবার মেগা ছাড়ের সাথে। আর আছে এইচপি,ডেল,অ্যাপল,লেনোভো,আস্যুস কোম্পানির ডেস্কটপ ও ল্যাপটপের প্রচুর সম্ভার। এছাড়া আপনি সত্যম ডিজিটালে বিজনেস সিরিজের প্রিমিয়াম রিফারবিস্ট ল্যাপটপ এবং ম্যাকবুকও পাবেন মেগা ছাড়ে।
আর সাথে থাকছে রিপ্লেসমেন্ট গ্যারান্টিও।এছাড়া,এখানে মোবাইল,সিসিটিভি, প্রিন্টার, কম্পিউটার এক্সেসারিজ এবং সোলার সিস্টেম,সোলার ইনভাটার সহ যাবতীয় ইলেকট্রনিক্স ও ইলেক্ট্রিক প্রোডাক্ট এক ছাদের তলায় পেয়ে যাবেন, তাও আবার মেগা ছাড়ে!তাহলে, দেরি না করে স্টক আউটের আগেই চলে আসুন করগাহীড়ের সত্যম ডিজিটালে। বিস্তারিত জানতে বা প্রোডাক্ট বুক করতে আপনি কল করে নিতে পারেন সত্যম ডিজিটালের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন 9932026227 নাম্বারে। প্রসঙ্গত,সারা গ্রীষ্মের মরসুম জুড়েই এই অফার চলবে এখানে। তাই সামার কুল মেগা অফার উপভোগ করুন আপনিও।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇