বেলিয়াতোড়ের বনগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে সিমেন্টের ফলকে ধাক্কা মোটর বাইকের,গুরুতর আহত বাইক আরোহী।

Update: 2021-03-29 10:41 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দ্রুত গতি থাকা মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দিক বন দপ্তরের দিক নির্দেশকারী সিমেন্টের ফলকে ধাক্কা মারলে মোটর বাইকের চালক গুরতর জখম হন। তাকে পুলিশ উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, আঘাত গুরুতর হওয়ায় তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


 বাঁকুড়া - দুর্গাপুর রাজ্য সড়কের বনগ্রামে আজ দুপুরে এই মর্মান্তিক পথ দূর্ঘটনাট ঘটে। প্রথমে সিমেন্টের ফলকে ধাক্কা মারলে বাইকের লেগ গার্ডের সাথে জোর সংঘর্ষ হয়। সাথে,সাথে তার মাথা ওই সিমেন্ট ফলকের তীর দেওয়া সুঁচালো অংশে গিয়ে লাগে।এবং ছিটকে কিছুটা দূরে গিয়ে বাইক সহ পড়ে সে। স্থানীয়দের নজরে পড়তেই তারা উদ্ধার কাজে নেমে পড়েন।

খবর দেওয়া হয় বেলিয়াতোড় থানায়। সাথে,সাথে পুলিশ ঘটনাস্থলে এসে পৌছয়। আহত যুবককে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, আহত মোটর বাইক আরোহীর নাম সুভাষ নন্দী।


 সে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের দাবী, প্রচন্ড গতি থাকায় বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার ধারে বন দপ্তরের রেস্ট হাউসের দিক নির্দেশকারী সিমেন্টের ফলকে ধাক্কা মারে।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News