মাত্র ৬৫ টাকায় মিলছে শাড়ি! শান্তিপুরের শ্রী গুরু শাড়ি কুঠিরের মেগা শোরুম খুলে গেল দুর্গাপুরে,উদ্বোধন করলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি রুবেল- শ্বেতা।

দুর্গাপুর সহ সারা দক্ষিন বঙ্গ বাসীদের কথা ভেবে শান্তিপুরের দামে অথেনটিক শান্তিপুরি শাড়ির প্রচুর সম্ভার নিয়ে দুর্গাপুরে হাজির শ্রী গুরু শাড়ি কুঠির। রবিবার এই মেগা শোরুমের শুভ উদ্বোধন করলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি রুবেল ও শ্বেতা।;

Update: 2025-06-29 18:31 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : শান্তিপুর আর অনেক দূর নয়! বরং আরো কাছে? কি? অবাক হচ্ছেন তো? তাহলে জেনে নিন আসল সত্যিটা। এবার দুর্গাপুর সহ সারা দক্ষিন বঙ্গ বাসীদের কথা ভেবে শান্তিপুরের দামে অথেনটিক শান্তিপুরি শাড়ির প্রচুর সম্ভার নিয়ে দুর্গাপুরে হাজির শ্রী গুরু শাড়ি কুঠির। রবিবার দুর্গাপুরে সগড়ভাঙ্গার বিডিও অফিস মোড়ের কাছে মধু মালতী এপার্টমেন্টসের গ্রাউন্ড ফ্লোরে খুলে গেল এই মেগা শোরুম। বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি রুবেল ও শ্বেতা ফিতে কেটে,প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রী গুরু শাড়ি কুঠিরের দুর্গাপুর শাখার শুভ উদ্বোধন করলেন।প্রথম দিনেই ক্রেতাদের ভীড় ছিল উপচে পড়া। গ্র‍্যান্ড ওপেনিং ওফার হিসেবে রিটেল কেনাকাটায় থাকছে ৫-২৫% পর্যন্ত ছাড়।আর ৫১ হাজার টাকার কেনাকাটা করলে সাথে,সাথে থাকছে ১০০০ হাজার টাকা সরাসরি ছাড়।

এছাড়া রয়েছে, বিয়ের প্যাকেজে ধামাকা অফার। এই অফারে মাত্র ৪,৯৯৯ টাকায় পেয়ে যাবেন বিয়ের প্যাকেজের কম্বো। আর মাত্র ৬৫ টাকায় শাড়ি,শাড়ে আটশো টাকায় বিয়ের বেনারসি, মাত্র ২৫০ টাকায় নজর কাড়া পাঞ্জাবি মিলছে এখানে। আসলে শ্রী গুরু শাড়ি কুঠিরের প্রতিটা প্রাইসই ক্রেতাদের কাছে সারপ্রাইজ। বিশাল ফ্লোর জুড়ে রয়েছে এই মেগা শোরুম। আর পুজোর জন্য ইতিমধ্যেই প্রচুর ফ্রেশ স্টকও চলে এসেছে। এই সবই আপনি খুচরো কেনাকাটা করতে পারবেন একেবারে শান্তিপুরের দামে। আর যদি কেও এখান থেকে শাড়ি নিয়ে ব্যবসা করতে চান? তাহলে যোগাযোগ করতে পারেন। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে আপনি স্ট্রাট আপ করতে পারবেন। থাকছে অবিকৃত শাড়ি এক্সচেঞ্জ করার সুবিধাও।

শ্রী গুরু শাড়ি কুঠির এইভাবে স্বনির্ভরতার পথও দেখাচ্ছে।অফার, ছাড়, গিফট, বাজার থেকে সবচেয়ে কম দাম এমন একগুচ্ছ ক্রেতা সন্তুষ্টির পসরা নিয়ে তৈরি দুর্গাপুরের শ্রী গুরু শাড়ি কুঠির। তাই এবার আগেভাগেই পুজোর বাজার সেরে ফেলুন এখানে তাও আবার সারপ্রাইজ প্রাইসে।সাথে রয়েছে অতিরিক্ত ছাড়ের অফারও।এছাড়া সাশ্রয়ের পাশাপাশি, আপনার লুকও হবে ট্রেন্ডি এবং নজরকাড়া। তাই শাড়ি কেনার কাড়াকাড়ি শুরু হওয়ার আগেই সেরে ফেলুন পুরো পরিবারের কেনাকাটা। বিস্তারিত জানতে কল করুন শ্রী গুরু শাড়ি কুঠিররের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন : 9832343304 /7001440234 / 8100290668 এই নাম্বার গুলির যে কোন একটিতে। মনে রাখবেন,অফার এবং ছাড়ের পাশাপাশি, কেনাকাটার ওপর রয়েছে আকর্ষনীয় উপহারও।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View
Tags:    

Similar News