১৫ জুনের মধ্যে দুর্গাপুর ব্যারেজের মেরামতির কাজ শেষ হবে,পরিদর্শনে এসে ঘোষণা সেচ দপ্তরের সচিব মণীশ জৈনের।

১৫ জুনকে পাখির চোখ করে জোর কদমে কাজ চললেও, কালবৈশাখীর জন্য কাজের গতি থমকে গেলে কাজ ডেট লাইনের মধ্যে সম্পন্ন করা মুশকিল বলে মনে করছেন সংস্কারের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারদের একাংশ।;

Update: 2025-05-19 11:48 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আগামী ১৫ জুনের মধ্যে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ শেষ করা হবে।রবিবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন রাজ্যের সেচ দপ্তরের সচিব মণীশ জৈন।এই ১৫ জুনকে পাখির চোখ করে জোর কদমে কাজ চললেও, কালবৈশাখীর জন্য কাজের গতি থমকে গেলে কাজ  ডেট লাইনের মধ্যে সম্পন্ন করা মুশকিল বলে মনে করছেন সংস্কারের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারদের একাংশ। অন্যদিকে,আম জনতার প্রশ্ন, শীতের মরসুমকে এড়িয়ে কেন কালবৈশাখী ও ভরা বর্ষার মরসুমের মধ্যে ব্যারেজ সংস্কারের জন্য সেচ দপ্তর বেছে নিল? এখন ব্যারেজের ডাউন স্ট্রীমে বিকল্প রাস্তা তৈরি করে পন্যবাহী ভারী যান ছাড়া বকি যান চলাচল চালু রাখলেও একটু ভারি বৃষ্টি হলে এই বিকল্প পথে যাতায়াত ব্যহত হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বলেও অভিমত  তাঁদের। 

তাই, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় এই অস্থায়ী রাস্তার বদলে, ব্যারেজের পাশে একটি বিকল্প সেতু তৈরির আর্জি জানান সেচ দপ্তরের সচিবের কাছে।যদিও এই সেতু নির্মান অনেক ব্যায়বহুল ও সময় সাপেক্ষ। তাই এসব ছেড়ে সেচ দপ্তর চাইছে ভরা বর্ষার আগেভাগেই অর্থাৎ ১৫ জুনের মধ্যে সেতুর সংস্কারের কাজ শেষ করে ফেলতে।রবিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজের কাজ পরিদর্শনে আসেন সেচ দপ্তরের সচিব মণীশ জৈন। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী, বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

সেচ দপ্তরের সচিব মণীশ জৈন বলেন, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দক্ষ ইঞ্জিনিয়ার রা পরিদর্শন করছেন প্রতিমুহূর্তে। আগামী দিনে যাতে ব্যারেজের ক্ষতি না হয় সেজন্য গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আগামী ১৫ ই জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে জোর কদমে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News