শহর বাঁকুড়ায় অ্যাবাকাস প্রশিক্ষণে নতুন দিশা দেখাচ্ছে ব্রাইট স্টার।

জাতীয় স্তরে দেবার্ঘ্য চট্টোপাধ্যায়ের রেকর্ড ব্রাইট স্টার অ্যাবাকাসকে এনে দিয়েছে দেশের সেরা সম্মান – মাত্র ২ মিনিট ৫৫ সেকেন্ডে ৭৯টি অঙ্ক নির্ভুল সমাধান করে প্রথম স্থান অর্জন করে সে।

Update: 2025-10-29 08:31 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : শহর বাঁকুড়ায় অ্যাবাকাস প্রশিক্ষণে নতুন দিশা দেখাচ্ছে ব্রাইট স্টার অ্যাবাকাস।এই অ্যাবাকাস সেন্টারের ছাত্র দেবার্ঘ্য চট্টোপাধ্যায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় রেকর্ড গড়ে প্রথম স্থান অর্জন করে জেলার নাম উজ্জ্বল করেছে। দেবার্ঘ্য ,Arithmetic & Abacus All India Talent Search Pvt. Ltd. (MAATS) 2025 Abacus 51st Open National Competition এ মাত্র ২ মিনিট ৫৫ সেকেন্ডে ৭৯টি অঙ্ক নির্ভুল ভাবে কষে প্রথম স্থান অর্জন করে। এছাড়া রাজ্য স্তরে অ্যাবাকাস অ্যাকাডেমি আয়োজিত অ্যাবাকাস প্রতিযোগিতা গ্র্যান্ড লেবেলেও প্রথম হয় দেবার্ঘ্য। এবং বাঁকুড়া সেন্টারের সন্দীপ হাজরা তৃতীয় স্থান অর্জন করে।লেবেল 1A বিভাগে নিশান কুন্ডু চতুর্থ, লেবেল 1ডি বিভাগেঅর্ঘ্য কুসুম মণ্ডল তৃতীয় স্থান অর্জন করে।

 অল্প দিনের মধ্যেই বাঁকুড়ার এই অ্যাবাকাস প্রশিক্ষণ কেন্দ্রের নজর কাড়া সাফল্যে দিন,দিন বাড়ছে পড়ুয়াদের সংখ্যাও। আর এই পড়ুয়াদের নিয়ে সোমবার বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয় স্কুলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাইট স্টার অ্যাবাকাসের বাঁকুড়া শাখার অ্যাবাকাস প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় ক্ষুদেদের পারফরমেন্স ছিল নজরকাড়া। পাশাপাশি,অল্প সময়ে তারা মুন্সিয়ানার সাথে নির্ভুল অংক কষে তাক লাগিয়ে দেয় অবিভাবকদেরও। এখানে অ্যাবাকাস ক্লাস করার পর অংকের প্রতি ভয় - ভীতিও উড়ে গেছে ক্ষুদে পড়ুয়াদের। একই সাথে নিজেদের স্কুলের অঙ্ক ক্লাসে সহজেই তারা অঙ্ক কষছে, অন্য পড়ুয়াদের তুলনায় অনেক দ্রুত গতিতে। ফলে পড়ুয়াদের স্কুলের  মূল্যায়নেও ভালো  ফল করছে পড়ুয়ারা।

ব্রাইট স্টার অ্যাবাকাস তাদের ছাত্র- ছাত্রীদের অ্যাবাকাস শেখানোর পাশাপাশি,গান,নাচ,আবৃত্তি,আঁকা সব ক্ষেত্রেই উৎসাহ যোগায়। তার ফল বার্ষিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নাচ,গান,আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল পরিবেশন। আর তাদের মনে অ্যাবাকাস কিভাবে গেঁথে গিয়েছে,তার প্রমাণ মেলে বল পাসিং করতে,করতে বা নাচের তালে নিমেষে নির্ভুল অঙ্ক কষার মধ্য দিয়ে। এবং এই পারফরম্যান্স সবার প্রশংসাও কুড়িয়ে নেয়। অ্যাবাকাসের একাডেমির কণর্ধার অরিজিৎ ঘোষ বলেন,আর পাঁচটা অ্যাবাকাস প্রশিক্ষণ সেন্টারের থেকে ব্রাইট স্টারের প্রশিক্ষণ মডিউল অনেক চাইল্ড ফ্রেন্ডলি এবং খেলার ছলে শেখার ওপর পুরো লার্নিং এক্টিভিটি সারা হয়। তাই শিশু মন চাপমুক্ত অবস্থায় শেখার আবহ পায়। ফলে তাদের লার্নিং গ্রোথও ভালোভাবে হয়।

বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গার জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘে এবং নির্মলডাঙ্গার সরস্বতী শিশু মন্দিরে নিয়মিত ক্লাস হয় ব্রাইট স্টার অ্যাবাকাসের। বছরের যে কোন সময় ভর্তি হওয়া যায়। এমনটাই জানিয়েছেন ব্রাইট স্টার অ্যাবাকাসের বাঁকুড়া ইউনিটের ইনচার্জ সোমা কর পরামানিক।ব্রাইট স্টার অ্যাবাকাসের এদিনের বার্ষিক অনুষ্ঠানে কচিকাঁচাদের পরিবেশন ছিল নজরকাড়া। গান,নাচে তারা জমিয়ে দিয়েছিল পুরো অনুষ্ঠান মঞ্চ।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View

*ভর্তির জন্য কল করুন : 📞9749224226/7001525839 নাম্বারে। 

Tags:    

Similar News