ফের প্রাক্তন দম্পতির মধ্যে বাকযুদ্ধ চরমে! সুজাতাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন সৌমিত্র,পালটা হুঙ্কার সুজাতার। দেখন সুজাতা বনাম সৌমিত্রের আনকাট ভিডিও।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দুয়ারে বিধানসভা ভোট ফলে ফের প্রাক্তন দম্পতির মধ্যে বাকযুদ্ধ চরমে! বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জিলা পরিষদের ককর্মাধ্যক্ষ সুজাতা মন্ডলের লড়াই আবার সংবাবাদের শিরোনামে। তবে সুজাতা দেবীর বেলাগাম ব্যাক্তিগত আক্রমণের নিরিখে এবার তাঁকে আইনি নোটিশ পাঠাচ্ছেন সৌমিত্র খান। এদিকে, তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্রকে পালটা হুঙ্কার ছেড়েছেন সুজাতাও। সবে মিলে মল্লভূম বিষ্ণুপুর ফের এই প্রাক্তন হাই প্রোফাইল দম্পতির বাকযুদ্ধে সরগরম! দেখুন সুজাতা বনাম সৌমিত্রের এই লড়াইয়ের আনকাট ভিডিও।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇