শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে রাজপথে বিজেপি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাঁকুড়ায়।

বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলে। এই কর্মসুচিতে অংশ নেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। প্রায় ১৫ মিনিট ধরে চলে অবরোধ। ফলে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।;

Update: 2025-08-06 03:02 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে বাঁকুড়া জেলা জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বিভিন্ন এলাকায় পথ অবরোধে সামিল হন বিজেপি কর্মী,সমর্থক ও কার্যকর্তারা।রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের চিত্র ধরা পড়ে শহর বাঁকুড়ায়।মঙ্গলবার বিকেলে বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলে। এই কর্মসুচিতে অংশ নেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। প্রায় ১৫ মিনিট ধরে চলে অবরোধ। ফলে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তায় ব্যপক যানজট তৈরী হয়। বাঁকুড়া শহরের এই বিক্ষোভ কর্মসুচিতে নেতৃত্ব দেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

শহর বাঁকুড়ার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে পথ অবরোধের কর্মসুচি নেওয়া বলে বিজেপি সুত্রে জানা গিয়েছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News